প্রবল বর্ষণে বানভাসি তেলেঙ্গানা-অন্ধ্রপ্রদেশ, মৃত কমপক্ষে ৩০

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রবল বৃষ্টিতে তেলেঙ্গানায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ জনের। রাস্তাঘাট সম্পূর্ণ জলমগ্ন। বেশ কয়েকটি জায়গায় সম্পূর্ণ ডুবে গিয়েছে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি।

আগামী ২৪ ঘণ্টা দুর্যগ চলবে অন্ধ্র উপকূলে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আইএমডি। হলুদ সতর্কতাও জারি হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার একাধিক জেলায়। বঙ্গোপসাগরের নিম্নচাপ অন্ধ্র উপকূল থেকে ক্রমাগত মহারাষ্ট্রের দিকে সরে যাচ্ছে। তবে পুরোপুরি বিদায় নেওয়ার আগে শেষ কামড় বসাবে বলে জানিয়েছেন আবহবিদরা।

শুধু হায়দরাবাদেই ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও তিনজন। মৃতদের মধ্যে রয়েছে দু মাসের একটি শিশুও। ১৬ জনের মধ্যে দেওয়াল ধসে মারা গিয়েছেন ৯ জন।

হায়দরাবাদে জলের স্রোতে ভেসে যান একজন। পরে তাঁকে উদ্ধার করা হয়েছে। বানজারা হিলসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন এক  চিকিৎসক। বহু এলাকায় বিদ্যুৎহীন।

সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘গত ১২ ঘণ্টা ঘরে প্রবল বৃষ্টির কারণে মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের নির্দেশে মুখ্যসচিব সোমেশ কুমার আজ বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। GHMC এলাকায় সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে সরকার।’

ত্রাণকাজ এবং উদ্ধারে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী, এনডিআরএফ ছাড়াও সেনার সাহায্য চেয়েছে তেলঙ্গানা সরকার। হায়দরাবাদ এবং রঙ্গারেড্ডি জেলার বন্যার্ত এলাকা থেকে ইতিমধ্যে এক হাজারের বেশি জলবন্দিকে উদ্ধার করেছে এনডিআরএফের টিম।

সেনাও উদ্ধারকাজ শুরু করে দিয়েছে। সরকারি দফতরে ছুটি ঘোষণা করা হয়েছে। বেসরকারি ইনস্টিটিউটগুলিও দু-দিনের জন্য বন্ধ। বৃহস্পতিবার আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আশ্বস্ত করেছে আবহাওয়া দফতর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি সামাল দিতে সাহায্যের আশ্বাস দিয়েছেন।দুই রাজ্যকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/deputation-to-protest-eviction-of-railway-hawkers-and-demand-to-run-local-trains/

জি কিশন রেড্ডি আজ হায়দরাবাদের অত্যাধিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলি পরিদর্শন করেছেন।

তিনি বলেন, “আমি সমস্ত অঞ্চল খতিয়ে দেখছি এবং কেন্দ্রীয় সরকার এই সঙ্কটের সময়ে রাজ্য সরকারকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। এনডিআরএফ এর ৪ টি দল বন্যাকবলিত অঞ্চল থেকে আটকে পড়া মানুষদের উদ্ধার করছে। দ্রুত জমা জল বের করার কাজও শুরু হয়ে গিয়েছে।

সম্পর্কিত পোস্ট