মোদীর ঢাকা সফরে রক্তাক্ত বিক্ষোভের নেতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতাকারী বাবুনগরীর মৃত্যু

বারবার বাংলাদেশে উগ্র ধর্মীয় আন্দোলন ঘটিয়েছে হেফাজতে ইসলাম

দ্য কোয়ারি ডেস্ক: বাংলাদেশ জাতির পিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে দেওয়ার নির্দেশ, ইসলাম আক্রান্ত বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতায় উগ্র বিক্ষোভ ছড়ানোয় অভিযুক্ত হেফাজতে ইসলাম আমীর (প্রধান) জুনায়েদ বাবুনগরীর মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়।

বাবুনগরীর মৃত্যুর সাথে শেষ হলো একটি বিতর্কিত ধর্মীয় রাজনৈতিক জীবন। বাংলাদেশের অন্যতম ইসলামপন্থী সংগঠন হেফাজতে ইসলাম জানাচ্ছে,  আমীর (প্রধান) জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা গেছেন। বুধবার সন্ধ্যা থেকেই জুনায়েদ বাবুনগরী অসুস্থ বোধ করছিলেন।

হেফাজতে ইসলাম সংগঠনটি বারবার বাংলাদেশে অস্থিরতা তৈরিতে অভিযুক্ত। বিবিসি জানাচ্ছে, বাংলাদেশে নানা সময়ে আলোচিত হয়েছে হেফাজতে ইসলামের নেতা বাবুনগরী।  সংগঠনটির  প্রতিষ্ঠাতা আহমদ শফীর মৃত্যুর পর বাবুনগরী আমীর পদে আসেন।

হেফাজতে ইসলাম কট্টর ইসলামি সংগঠন। বাংলাদেশ সরকারের সঙ্গে বেশ কয়েকবার সংঘাতে গিয়েছে এই সংগঠনটি। হাজার হাজার সদস্য সংখ্যা নিয়ে উগ্র ধর্মীয় আন্দোলন চালায় হেফাজতে ইসলাম। মূল কেন্দ্র চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা।

২০১৩ সালে বাংলাদেশে নাস্তিক ও বিজ্ঞানভিত্তিক যুক্তিবাদী লেখক ব্লগারদের ফাঁসি, জনসম্মুখে নারী পুরুষের মেলামেশা নিষিদ্ধকরণের দাবি তুলে হেফাজতে ইসলাম বিক্ষোভ সংঘটিত করে। সংগঠনটির অভিযোগ, ইসলামকে অবমাননা করছে যুক্তিবাদী লেখকরা।

যুক্তিবাদীদের মৃত্যুদণ্ড দিক সরকার এই দাবিতে রাজধানী ঢাকা অবরুদ্ধ করে হেফাজতে ইসলাম। সেই বিক্ষোভের রেশ বাংলাদেশের সর্বত্র ছড়ায়। এমনকি বিভিন্ন দেশেও আলোড়ন পড়েছিল।

উগ্র হেফজতে ইসলাম আন্দোলন দমন করতে কড়া ভূমিকা নিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেফাজতে ইসলামের লক্ষাধিক সমর্থক ঢাকার অতি গুরুত্বপূর্ণ মতিঝিলের শাপলা চত্বর ঘেরাও করে। শুরু হয়েছিল ভাঙচুর।

২০১৩ সালের ৫ ও ৬ ই মে বাংলাদেশ সরকার ও  হেফাজতে ইসলামের মধ্যে সংঘাতময় পরিস্থিতি ছিল বিশ্বজোড়া আলোচিত সংবাদ। শেখ হাসিনার নির্দেশে শুরু হয় ‘অপারেশন সিকিউর শাপলা’ বা ‘শাপলা চত্বর অভিযান’। সেই অভিযান সফল হয়। হটিয়ে দেওয়া হয় হেফাজতে ইসলামকে। পরে বারবার ধর্মীয় ইস্যুতে হেফাজতে ইসলাম উগ্র আন্দোলন করেছে।

ভারতে মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে বিজেপি,আরএসএস এই অভিযোগে  মোদীর বাংলাদেশ সফর চলাকালীন তীব্র প্রতিবাদ করে হেফাজতে ইসলাম। পুলিশ ও ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন সেই বিক্ষোভ দমিয়ে দেয়। মৃত্যু হয় অনেকের। চট্টগ্রামে হেফাজতের সদর কার্যালয়ের কাছে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল।

বাংলাদেশ সরকার জানায়, কোনও অবস্থায় হেফাজতে ইসলামের দাবি মানা হবে না। তবে পরবর্তী সময়ে সংগঠনটির নেতা বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক নরম হয়েছিল।

সম্পর্কিত পোস্ট