তিনি ঘামেন নাকি ঘামেন না, প্রমাণ দিতে হবে ব্রিটিশ রাজপুত্রকে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ঘাম আমাদের বেশিরভাগের কাছেই অতি অপছন্দের একটি বিষয়। না চাইলেও গ্রীষ্মকালে অনেকেই এতো ঘেমে যায় যে বিড়ম্বনায় পড়া অত্যন্ত স্বাভাবিক। কিন্তু সেই বিরক্তের ঘাম নিয়ে কখনও সওয়াল-জবাবের সম্মুখীন হয়েছেন? আপনি না হলেও খোদ ব্রিটিশ রাজপুত্রকে এবার প্রমাণ করতে হবে তাঁর ঘাম হয় না!
শুনে অবাক হতে হলেও এটাই সত্যি। রানী দ্বিতীয় এলিজাবেথের ছোট ছেলে প্রিন্স অ্যান্ড্রুকে নিয়ে বিতর্ক নতুন নয়। সেই তাঁর কাছেই ঘামের প্রমাণ চাওয়া হয়েছে।
বিষয়টা খোলসা করে বলা যাক। বছর খানেক আগে এক মার্কিন নাগরিক অভিযোগ করেন তিনি যখন নাবালিকা ছিলেন সেই সময় তাঁকে ধর্ষণ করে প্রিন্স অ্যান্ড্রু। এই নিয়ে কম জল ঘোলা হয়নি। ওই মার্কিন মহিলার দাবি ছিল লন্ডনের ট্রাম্প ক্লাবের ডান্স ফ্লোরে সেদিন তাঁর সঙ্গে উদ্দাম নেচেছিলেন ব্রিটিশ রাজপুত্র। তিনি এতটাই ঘামছিলেন যে তাতে ওই মার্কিন নাবালিকা নাকি পুরো স্নান করে গিয়েছিল!
ভোটের আগে পাঞ্জাবে আলোচনার ‘কেন্দ্রে’ কেজরিওয়ালের দিল্লি
এই অভিযোগ শুরুতেই অস্বীকার করেন প্রিন্স চার্লসের ছোটভাই। অভিযোগ মিথ্যা প্রমাণ করতে গিয়ে তিনি দাবি করেন তাঁর এতোটুকু ঘাম হয় না। আর্জেন্টিনার সঙ্গে ফকল্যান্ড যুদ্ধচলাকালীন তিনি যখন ব্রিটিশ সেনাবাহিনীতে ছিলেন, সেই সময় তাঁর অ্যাড্রিনালিন গ্রন্থিতে গোলযোগের কারণে এই বিরল অসুখে আক্রান্ত হন।
ব্রিটিশ রাজপুত্রের এই জবাব প্রকাশ্যে আসতেই পাল্টা চাল চেলেছেন অভিযোগকারী আইনজীবীরা। তাঁরা নোটিশ পাঠিয়ে জানিয়েছেন প্রিন্স অ্যান্ড্রুকে প্রমাণ দিতে হবে যে তাঁর ঘাম হয় না! ঘাম নিয়ে এই টানাপোড়েনের ঘটনায় স্বাভাবিকভাবেই মুখ পুড়ছে ব্রিটিশ রাজ পরিবারের।