প্রজাতন্ত্র দিবসের আগে হাই অ্যালার্ট রাজ্যের ৫ স্টেশনে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাংলায় প্রভাব বাড়াতে চাইছে বাংলাদেশের জঙ্গি সংগঠন। খবর পাওয়ার পর থেকেই সাবধান করেছিল গোয়েন্দা বিভাগগুলি৷ জঙ্গি দলগুলির নজরে রয়েছে রাজ্যের পাঁচটি স্টেশন। মালদহ, জঙ্গিপুর, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ এবং নিউ ফারাক্কা সেটশনে জারি রয়েছে অতিরিক্ত নিরাপত্তা।

গোয়েন্দা সূত্রের খবর, প্রজাতন্ত্র দিবস অথবা তার আগেই পাঁচটি স্টেশনে হামলার ছক কষছে বাংলাদেশী জঙ্গি সংগঠন জেএমবি।

খবর পাওয়ার পর থেকেই তৎপর রেল আধিকারিকরা। স্টেশনে তল্লাশি শুরু করেছে জিআরপি এবং আরপিএফ। স্টেশনে প্রবেশের মুখে চলছে নাকা চেকিং।

রেল সূত্রের খবর, যে কোনও রকমের নাশকতা এড়াতে জারি রয়েছে কড়া নিরাপত্তা। পুরো ব্যবস্থা খতিয়ে দেখতে উপস্থিত হয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরা।

রোহিঙ্গা নিয়ে বিজেপির অভিযোগ খারিজ তৃণমূলের, একুশে আইন-শৃঙ্খলা রক্ষায় আপস নয়ঃ সুনীল আরোরা

কয়েক বছর ধরেই ভারতে হামলার ছক কষে বাংলাদেশী জঙ্গি সংগঠন জেএমবি। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থার তৎপরতায় বারবার তা বানচাল হয়েছে।

গত বছরেই জেএমবি প্রধান ইজাজ আহমেদকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। ইতিমধ্যেই ভারতীয় আল কায়দার সঙ্গে জেএমবি যোগের খবর মিলেছে।

গত কয়েকমাসে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে এনআইএ। ঢঋঋনতুন করে কোনও ঘটনা এড়াতে নজরদারি রাখা হয়েছে রাজ্যের পাঁচ স্টেশনে।

সম্পর্কিত পোস্ট