Higher Secondary Exam 2022 : বদল উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিনে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কারণে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ( Higher Secondary Exam 2022 ) দিনক্ষণে কিছুটা রদবদল করা হলো। ১৩, ১৬, ১৮ ও ২০ এপ্রিলের পরীক্ষাগুলির দিন পরিবর্তন করা হয়েছে।

Higher Secondary Exam 2022

পরিবর্তিত সূচি অনুযায়ী ২০ এপ্রিলের বদলে পরীক্ষা ( Higher Secondary Exam 2022 ) চলবে ২৬ এপ্রিল সোমবার সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, আগের সূচির মতোই আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। তবে সর্বভারতীয় জয়েন্টের জন্য বেশিদিন পরীক্ষা চলবে।

Madhyamik Exam 2022 : সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক, প্রশ্ন ফাঁস রুখতে বিশেষ নজরদারি পর্যদের

আগামী ১৬ এপ্রিল কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসির পরীক্ষা ছিল। তা এগিয়ে আনা হচ্ছে। ১৩ এপ্রিল হবে সেই বিষয়গুলির পরীক্ষা। যেদিন কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিয়োলজি বিষয়েরও পরীক্ষা হবে। আবার ১৮ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে হবে আগামী ২৫ এপ্রিল। ২০ এপ্রিল যে অর্থনীতি পরীক্ষা ছিল, তা পিছিয়ে ২৬ এপ্রিল হবে। হয়েছে।

সম্পর্কিত পোস্ট