করোনা আতঙ্কঃ স্থগিত উচ্চমাধ্যমিক পরীক্ষা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আতঙ্কে এবার রাজ্যে স্থগিত করে দেওয়া হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগামী ২৩, ২৫ ও ২৭ মার্চের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ৷

পরীক্ষার পরবর্তী সূচি জানানো হবে ১৫ এপ্রিলের পর ৷ উল্লেখ্য গত ১২ মার্চ থেকে এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ৷

সংসদ সূত্রে জানা গিয়েছে যে যে পরীক্ষাগুলি হয়েছে সেই পরীক্ষাগুলি যথাযথ হিসাবেই থাকছে। বাকি দিনের পরীক্ষার সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

করোনা ভাইরাসের জেরে এর আগেই সিবিএসই(CBSE) বোর্ডের পরীক্ষা স্থগিত করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। পরীক্ষা স্থগিত করে আইসিএসই(ICSE) ও আইসিএসসি(ICSC)। এবার সেই পথেই হেঁটে পরীক্ষা স্থগিত করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে ইউজিসি, এনআইওএস, এআইসিটিই এবং জয়েন্ট এন্ট্রাস পরীক্ষাও।

আরও পড়ুনঃ #CoronavirusPandemic দেশে রেকর্ড গড়ল করোনা, ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৪

আগামী ৩১ মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত পরীক্ষা। গতকাল পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে পিএসসি পরীক্ষাও স্থগিত থাকছে করোনা সতর্কতায়।

ভারতে ক্রমশ প্রকট হচ্ছে করোনার থাবা। আক্রান্তের সংখ্যা ২৭১। মৃত্যু হয়েছে ৫ জনের। সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও করোনার থাবায় আক্রান্ত ৩।

আজ সকালেই অসুস্থতা বোধ করায় বেলেঘাটা আইডি হাসপাতালের এক সাফাইকর্মীকে ভর্তি করা হয় হাসপাতালে। জানা গেছে তিনি করোনা আক্রান্ত দুই রোগীর ঘরে সাফাইয়ের কাজ করতেন।

সরকারের তরফে অবিলম্বে বেলেঘাটা আইডি হাসপাতালে শষ্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবার করোনা আতঙ্কে স্থগিতের তালিকায় নাম লেখালো উচ্চমাধ্যমিক পরীক্ষাও।

সম্পর্কিত পোস্ট