উচ্চমাধ্যমিকেও ১০০ শতাংশ পাশ?
বেলা ৩টে নাগাদ প্রকাশিত হচ্ছে করোাকালীন অ-পরীক্ষিত উচ্চমাধ্যমিকের ফলাফল। এতেও কি মাধ্যমিকের মতো ১০০ শতাংশ পাশের হার হবে? স্বাভাবিকভাবেই জন্ম নিয়েছে এই প্রশ্ন।
মাধ্যমিক ফলাফলে একশ শতাংশ পাশের হার সর্বকালীন নজির গড়েছে রাজ্য। সেই ধারাবাহিকতা রেখেই কি উচ্চমাধ্যমিক ফলাফল বের হতে চলেছে, পড়ুয়া ও অভিভাবক সহ সর্বত্র আলোচনার কেন্দ্রে এই প্রশ্ন।
সরকার যে পদ্ধতিতে মূল্যায়িত করেছে তা নিয়েই যথেষ্ঠ আপত্তি শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। পরীক্ষা হয়নি। করোনা সংক্রমণের কারণে, বন্ধ বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি। অন্যন্য বোর্ডের পঠনসূচি অনলাইনে শেষ হলেও রাজ্যের উচ্চমাধ্যমিক পড়ুয়ারা সেই সুযোগ পায়নি।
এর পাশাপাশি ফল নির্নয় পদ্ধতি ঘিরে বিতর্কের মাঝে বৃহস্পতিবার প্রকাশ করা হচ্ছে উচ্চমাধ্যমিক ফলাফল। বিকেল ৪টের পর ওয়েবসাইটে সেই ফল দেখতে পারবেন পড়ুয়ারা।
কতজন প্রথম হবে? এই প্রশ্ন ঘুরতে শুরু করেছে। মাধ্যমিকে ৭৯ জন এই কৃতিত্বের অধিকারী। উচ্চমাধ্যমিকের ফলাফল তালিকা কি টেক্কা দিতে চলেছে?
করোনাভাইরাস সংক্রমণের কারণে সরাসরি বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ। সমালোচনায় উঠে আসছে, মদের দোকান খোলা থাকছে আর বিদ্যালয় বন্ধ এ কেমন নীতি? এমনই বিতর্কিত পরিস্থিতিতে উচ্চমাধ্যমিকের ফল বের হবে।