আজ প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল, যেসব ওয়েবসাইটে দেখা যাবে….

দ্য কোয়ারি ডেস্ক:  এবছরের উচ্চমাধ্যমিকের ফল আজ প্রকাশিত হবে।

দুপুর সাড়ে তিনটেয় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করা হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ-সূত্রে জানা গেছে।

বিকেল চারটে থেকে ওয়েবসাইট ও এসএমএস করে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

করোনা আবহে ২,৬ ও ৮ জুলাই উচ্চমাধ্যমিকের পরীক্ষা বাতিল হয়ে যায়।

এর ফলে, এবারের উচ্চমাধ্যমিকের কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না।

মার্কশিট হাতে পাওয়া যাবে ৩১ তারিখের পর। তবে তার আগে ওয়েবসাইট থেকে মার্কশিট ডাউনলোড করা যাবে।

এদিকে, চলতি বছরে মাধ্যমিক উত্তীর্ণরা আগামী এক থেকে ১০ই আগস্ট এর মধ্যে তাদের নিজেদের স্কুলে এবং ১১ থেকে ৩১শে আগস্ট এর মধ্যে অন্য স্কুলে ভর্তি হতে পারবে।

স্কুলে ভর্তির সময়ে তাদের সশরীরে উপস্থিত থাকতে হবে না, শুধু অভিভাবকরা স্কুলে গিয়েই ভর্তি প্রক্রিয়ার কাজ করতে পারবেন।

যেসব ওয়েবসাইটে দেখা যাবে
www.wbresults.nic.in ছাড়াও www.exametc.com, www.results.shiksha, www.westbengal.shiksha, www.westbengalonline.in,

সম্পর্কিত পোস্ট