হিন্দি অ্যাকাডেমি সম্প্রসারণ ও দলিত অ্যাকাডেমি গড়ল রাজ্য
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার ছিল হিন্দি দিবস। এই দিনই হিন্দি অ্যাকাডেমির সম্প্রসারণের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । এদিন নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন।
পাশাপাশি তিনি জানান, এবার রাজ্যে তৈরি হবে দলিত অ্যাকাডেমিও। হিন্দি অ্যাকাডেমির চেয়ারম্যান করা হয়েছে রাজ্য সভার সাংসদ তথা সাংবাদিক বিবেক গুপ্তাকে। কো চেয়ারম্যান করা হয়েছে এম কে সিংকে। একইভাবে দলিত অ্যাকাডেমির চেয়ারম্যান হলেন মনোরঞ্জন ব্যাপারী।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/parthar-strongly-condemned-the-vandalism-at-bed-university/
দুটি অ্যাকাডেমিরই এদিন তিনি প্রায় ৪০জনের নাম ঘোষণা করেন যারা ওই অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হয়ে কাজ করবেন। মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণায় এখন অনেকটাই চাপে পড়ে গিয়েছে গেরুয়া শিবির। ভাষাকে সামনে রেখে তারা যে বিভাজন নীতি নিয়ে এগোচ্ছিল এবার সেখানেও ধাক্কা দিলেন তৃণমূলনেত্রী।