গুরুতর অসুস্থ বাংলাদেশে কারাবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী
The Quiry News Desk: গুরুতর অসুস্থ বাংলাদেশে কারাবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। চট্টগ্রামের জেলে তিনি ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। সূত্রের খবর, তাঁর রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছে। প্রায় দেড় মাস ধরে দেশদ্রোহ মামলায় জেলবন্দি বাংলাদেশে অত্যাচারিত হিন্দু সমাজের প্রতিবাদী মুখ ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। পতাকা অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহ মামলা দায়ের করেছে ইউনুস সরকার। চট্টগ্রামের কারাগারে বন্দি করা হয়েছে তাঁকে। মেলেনি জামিন।
আগামী ২ জানুয়ারি তাঁর জামিন মামলার শুনানি। তার আগে অসুস্থতার খবরে উদ্বেগ বাড়ল। চিন্ময় প্রভুর দ্রুত আরোগ্য কামনায় ইসকনের তরফে নতুন বছরের শুরুর দিনই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের প্রতিটি মন্দির কর্তৃপক্ষের কাছে ওইদিন প্রার্থনাসভার জন্য আবেদন করেছে ইসকন। বাংলাদেশের হিন্দু সংগঠনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, জেলবন্দি সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। জেলে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না তাঁর।
যদিও আরেক সূত্রের দাবি, রবিবার কারাগারে গিয়ে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করেছেন চিকিৎসকরা, দেওয়া হয়েছে ওষুধও। এনিয়ে বিশেষ বার্তা দিয়েছেন ইসকনের সর্বভারতীয় প্রেসিডেন্ট রাধারমন দাস। ২ তারিখ ফের চট্টগ্রামের নিম্ন আদালতে চিন্ময় প্রভুর জামিনের শুনানি। ওইদিন তিনি যাতে জামিন পান, তার জন্য আপ্রাণ চেষ্টা করছেন বর্ষীয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ।