টাকা নিয়ে হিন্দুত্ববাদী রাজনীতি! কেজরিওয়াল প্রমাণ করলেন আপ বিজেপির বি-টিম
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপি ঘোষিতভাবে হিন্দুত্ববাদী রাজনীতি করে। হিন্দু ধর্ম ও তাদের সংস্কৃতিক অভ্যাসের নিরিখে তারা ভারতকে সাজিয়ে তুলতে চায়। কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটের লোভে দেশের বিজেপি বিরোধী বেশকিছু রাজনৈতিক দলও একইরকমভাবে হিন্দুত্ববাদী রাজনীতির পথেই হাঁটে।
বিশেষ করে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো যে রাজ্যগুলিতে মুসলিম ভোট অতি নগণ্য, সেখানেই বিজেপি বিরোধী অনেক দলকে হুবহু সংঘ পরিবারের পথে হাঁটতে দেখা যায়। বরং একেক সময় তারা এমন সব প্রতিশ্রুতি দেয় যা দেখে মনে হতে পারে তারা বুঝি বিজেপির থেকেও বড় হিন্দুত্ববাদী! সেই পথে হেঁটেই হিমাচল প্রদেশ ও গুজরাট ভোটের দিকে লক্ষ্য রেখে সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন দেশের মুদ্রায় মহাত্মা গান্ধি ছাড়াও এবার লক্ষ্মী-গণেশের ছবিও ছাপা হোক!
এই দাবির মাধ্যমে আপ প্রধান কেজরিওয়াল যে হিন্দুত্ববাদী ভোটকে নিজের দিকে টানতে চেয়েছেন তা নিয়ে কোনও সংশয় নেই। মজার ব্যাপার হল, এই কেজরিওয়াল বিজেপির বিরোধিতা করলেও নীতিতে গেরুয়া শিবিরের সঙ্গে আপের বিশেষ কোনও ফারাক দেখা যায় না। বরং ভোট এলেই হিন্দুত্ববাদের বার্তা দিয়ে নিজেকে নরেন্দ্র মোদি-অমিত শাহের থেকেও বড় হিন্দু বলে তুলে ধরার চেষ্টা করেন।
‘ভারত জোড়ো’ শেষে নতুন রাহুলের দেখা মিলতে পারে
দেশের বামপন্থী দলগুলি ও কংগ্রেস বহুদিন ধরে অভিযোগ করে আসছে, কেজরিওয়াল আসলে বিজেপির বি-টিম। তাদের মতে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ চরিত্র ও সংবিধান পাল্টে তাকে সম্পূর্ণভাবে হিন্দুরা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় আরএসএস। এই লক্ষ্যে তাদের প্রধান হাতিয়ার বিজেপি।
কিন্তু ভোট রাজনীতির অঙ্কে কোথাও বিজেপি পরাজিত হলেও যাতে হিন্দু রাষ্ট্র গড়ার কাজ না থেমে যায় তাই বিভিন্ন আঞ্চলিক দলকে হাত করে এক জটিল রণকৌশল সাজিয়েছে সংঘ পরিবার। যেখানে শাসক ও বিরোধী দুজনেই তার অঙ্গুলি হেলনে চলবে। আম আদমি পার্টি তেমনই সংঘ পরিবারের অনুগত রাজনৈতিক দল বলে তাদের অভিযোগ।
দেশের মুদ্রায় লক্ষ্মী-গণেশের ছবি ছাপার কথা বলে বাম ও কংগ্রেস শিবিরের সেই অভিযোগকেই কার্যতম মান্যতা দিলেন কেজরিওয়াল।