ঐতিহাসিক রামমন্দির নির্মাণের কাজ শুধুমাত্র সময়ের অপেক্ষা

দ্য কোয়ারি ডেস্ক: আর মাত্র এক দিন। তারপরেই মহাসমারোহে শুরু হতে চলেছে ঐতিহাসিক রামমন্দির ভূমি পুজার অনুষ্ঠান।

রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা পজিটিভের খবর ছড়িয়ে পড়তেই যেন অনুষ্ঠানে ভাটা পড়তে শুরু করেছে।

কিন্তু মন্দির ট্রাস্টের তরফে আমন্ত্রণ কার্ডে উল্লেখিত রয়েছে প্রধানমন্ত্রীর নাম। সেইসঙ্গে উল্লেখিত রয়েছে সংঘ প্রধান মোহন ভগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল অনান্দিবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং মোহন নিত্য গোপালদাসের নাম।

প্রায় ১৫০ জনের কাছে মন্দির ট্রাস্টের তরফে আমন্ত্রণ লিপি পাঠানো হয়েছে। যার মধ্যে রয়েছেন মুরলী মোহন জোশি, লালকৃষ্ণ আদবনী, উমা ভারতীদের নাম। করোনা আবহে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন উমা ভারতী। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি অয্যোধ্যা যাবেন। রামমন্দির প্রাঙ্গনে হাজির হবেন। কিন্তু ভুমিপুজা অনুষ্ঠানের পর৷

এমনিতেই ভূমি পুজায় উপস্থিত থাকতে পারবেন না।  এমনটাই আগাম জানিয়েছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা এবং বাবরি মসজিদ কান্ডে অভিযুক্ত লালকৃষ্ণ আদবানী এবং মুরলী মনোহর যোশী।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা ধরা পড়ার পর মন্ত্রীসভার সদস্যদের কাটছাঁট করেছে মন্দির ট্রাস্ট। তবে পুর্ব নির্ধারিত সূচী অনুযায়ী প্রায় ৪০ কেজি রূপোর ইট দিয়ে মন্দিরের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আমন্ত্রিতদের মধ্যে রয়েছে অয্যোধ্যা মামলা নিয়ে পিটিশন দাখিল করা ইকবাল আনসারি। এটা ভগবান রামের ইচ্ছে জানিয়েছেন তিনি। আমন্ত্রিত হয়েছে পদ্মশ্রী প্রাপ্ত মহম্মদ শারিফ।

স্বয়ং রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, কোনও একটি সম্প্রদায়কে আলাদা চোখে না দেখে, সকলকে নিয়ে এই অনুষ্ঠানের কাজ আমরা করতে চাই।

প্রায় ১০০ বছরের অধিক সময় ধরে চলা রামমন্দিরের বিতর্কিত জমি নিয়ে রায় ঘোষণা করে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। ২.৭৭ একর জমি রাম জন্মভূমির জন্য বরাদ্দ করা হয়।

ওই জমি থেকে কিছু দুরে মসজিদ তৈরির জন্য জমি প্রদানের কথা জানায় আদালত। এখন ঐতিহাসিক রামমন্দির নির্মাণের কাজ শুধুমাত্র সময়ের অপেক্ষা। তার আগে সেজে উঠেছে গোটা এলাকা। নিশ্চিদ্র নিরাপত্তা জারি করা হয়েছে গোটা এলাকাজুড়ে।

সম্পর্কিত পোস্ট