বসন্ত যাপন ২০২০ তে শান্তিনিকেতনের আবহ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বসন্ত উৎসব মানেই প্রথমেই কবির শান্তিনিকেতনের কথা মনে পরে বারবার। কিন্তু ভাবুন তো , দক্ষিণ কলকাতায় সবুজের সমারোহে যদি সেই শান্তিনিকেতনের আবহের ছোঁয়া লাগে বসন্ত উৎসবে, তাহলে সেই বসন্ত হয় আরো আরোও রঙিন , আনন্দের , পরম তৃপ্তির।

সেই রকমই এক রঙিন বসন্তের ছোঁয়া পেলো শহর কলকাতার মানুষজন। বন্ধু এক আসার সৌজন্যে , ৬ ই মার্চ , নব নালন্দা স্কুল সংলগ্ন অঞ্চলে সাউদার্ন এভিন্যুই এ হয়ে গেলো বসন্ত যাপন ২০২০।

সব ধর্মের মানুষজনদের নিয়ে হলো বসন্ত যাপন, ধর্ম যারযার কিন্তু উৎসব সবার , যে উৎসব গড়ে তোলে মৈত্রীর বন্ধন। অনুষ্ঠানের শুরুতেই বসন্ত যাপন ২০২০ এর মূল উদ্দেশ্য বললেন বন্ধু এক আসার অভিভাবক প্রীতম সরকার।

নাচ , গান , আবৃত্তি , সবকিছুর মধ্যে দিয়েই হলো রঙিন বসন্ত যাপন। সঙ্গে সুন্দর হাসি মুখগুলো যেন আজ আরো বেশি রঙিন , ভালোবাসায় ভরা। সর্ব ধর্ম সমন্বয়ে বিভিন্ন ধর্মের মানুষদের সাথে রঙের উৎসবে মেতে উঠলেন রাজ্যের মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বৌদ্ধ ধর্মগুরু অৰুণজ্যোতি মহারাজ প্রমুখ।

নিজেই নিজের লেখা পরে শোনালেন মন্ত্রী স্বয়ং , শিল্পী শোভনদেব কে পাওয়া গেলো রঙিন সন্ধ্যায় , রঙিন মেজাজে। প্রত্যেকেই নিজেদের অনুভুতির কথা শেয়ার করলেন , বললেন ধর্মের কথা , ঐক্যের কথা।

অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিলেন তৃতীয় লিঙ্গ এর সম্প্রদায়ের প্রতিনিধি মেঘ সায়ন্তনী ঘোষ , বললেন ওর অনুভূতির কথা। সবাই দেখলেন নৃত্যশিল্পী মেঘ সায়ন্তনী এর নাচ। অনুষ্ঠান দেখে সবাই আজ পরম তৃপ্ত , যেন এক টুকরো শান্তিনিকেতনের ছোঁয়া পেলো শহর কলকাতার মানুষ।

প্রবীণ এক ব্যক্তি এসে বলে গেলেন তাঁর ভালোলাগার কথা প্রীতম সরকারকে । সবশেষে আনন্দে নাচ , আবির খেলা , একে অপরকে আলিঙ্গন করলেন সবাই।

আজ কেউ কাউ কে আর চিনতে পারছেন না, অজানা মানুষরা হলেন আপন , কাছের মানুষরা হলেন আরও আপন বসন্ত যাপন ২০২০ তে এসে।

বসন্ত উৎসব খুব আনন্দে কাটান , কিন্তু সাবধানে , উৎসব এ থাকুন রঙিন থাকুন।

সম্পর্কিত পোস্ট