ঘুর্ণিঝড় তৌকত নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে অমিত শাহ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আরব সাগরে ক্রমাগত শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘুর্ণিঝড়ে পরিণত হয়েছে তৌকতে। আবহাওয়া দফতরের অনুমান মঙ্গলবার গুজরাত উপকুলবর্তী পোরবন্দর এবং ভাবনগর জেলায় আছড়ে পড়তে চলেছে ঘুর্ণিঝড়।
শনিবার ঘুর্ণিঝড়ের অবস্থান ছিল গোয়া থেকে ১৫০ কিলোমিটার দূরে। মুম্বই এবং গুজরাত থেকে দুরত্ব ছিল ৪৯০ এবং ৭৩০ কিলোমিটার। ইতিমধ্যেই ছয় রাজ্য গুজরাত, মহারাষ্ট্র, গোয়া, কেরল, তামিলনাড়ু এবং কর্ণাটকে উদ্ধারবাহিনীকে সতর্ক করা হয়েছে।
শনিবার তৌকতে নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘুর্ণিঝড়ের কারণে করোনা চিকিৎসার যাতে কোনও অসুবিধা না হয় তার নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে দুর্যোগ মোকাবিলায় সমস্ত কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধী। রবিবার তৌকত নিয়ে বৈঠকে বসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে।
মুম্বইয়ে রবিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে মৌসম ভবন। সমস্ত কোভিড রোগীদের নিরাপদস্থলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
শনিবার থেকেই কেরলে শুরু হয়েছে ভারী বর্ষণ। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন টুইট করে জানিয়েছেন রাজ্যে আগামী ২৪ ঘন্টার মধ্যে আছড়ে পড়বে ঘুর্ণিঝড় তৌকত। ঘুর্ণিঝড় থেকে বাঁচতে ৭১ টি ক্যাম্প গঠন করা হয়েছে। সকলকে মাস্ক, স্যানিটাইজার নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে৷
ঘুর্ণিঝড় মোকাবিলায় আগে থেকে প্রস্তুতি নিয়ে ভারতীয় নৌসেনা। কেরলে একাধিক জায়গায় তাঁদের কাজ জারি রয়েছে।
শনিবার তৌকত নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানী। সমস্ত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
গোয়ার সমুদ্রতটে ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। উপস্থিত রয়েছে এনডিআরএফ টিম৷ গুজরাতের মোরবি, কচ, দেবভূমি, দ্বারকা, জামনগর, পোরবন্দর, জুনাগড়, গির সোমনাথ, আমরেলি এবং ভাবনগরে ঘুর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে৷