৩০ জানুয়ারি বাংলা সফরে অমিত শাহ, নজরে মতুয়ারা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২১ নির্বাচনে বাংলায় পদ্ম ফোঁটাতে মরিয়া গেরুয়া শিবির। আর তাই জন্য বাংলায় বিশেষ নজর দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। একই মাসে দু’বার বাংলার সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিজেপি সূত্রের খবর, জানুয়ারিতে ১২ তারিখ দক্ষিণবঙ্গের সফরে আসবেন অমিত শাহ। সেই সফরে বিজেপিতে যোগদান করবেন তৃণমূলের বিরাট অংশের দাপুটে নেতারা। আর তারপরেই ৩০ জানুয়ারি ফের পশ্চিমবঙ্গে সফরে আসবেন অমিত শাহ। সেই সফরে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দেবেন তিনি।
সম্প্রতি সিএএ নিয়ে রাজ্যে কম জলঘোলা হয়নি। আইন পাশের পরেও কেন মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে না প্রসঙ্গেও প্রশ্ন ওঠে। অনেকে দাবী করেন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিজেপির সঙ্গে দুরত্ব বাড়তে চলেছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের। যদিও সেই জল্পনায় জল ঢেলেছেন বিজেপি সাংসদ নিজেই। তিনি বলেন, করোনার কারণে নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া পিছিয়ে গিয়েছিল। আগামী দিনে এই প্রক্রিয়া সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে উপস্থিত থেকে ভবিষ্যৎ পরিকল্পনা জানাবেন তিনি।
আরও পড়ুনঃ Breaking – অসুস্থ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, ভর্তি হাসপাতালে
যদিও অনেকদিন আগে থেকেই এই সভার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছিলেন মতুয়া মহাসঙ্ঘের প্রধান শান্তনু ঠাকুর। শেষমেশ তাঁর আবেদনে সাড়া দিয়েছে বিজেপি নেতৃত্ব। ৩০ শে জানুয়ারি সশরীরে হাজির থেকে মতুয়াদের নাগরিকত্বের বিষয়ে আশ্বাস দেবেন।
রাজনৈতিক মহলের মতে, কিছুদিন আগেই ঠাকুরনগরে সভা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন মতুয়ারা সকলেই নাগরিক। মতুয়াদের সমস্ত দাবী রাজ্য সরকার পূরণে বদ্ধপরিকর বলে দাবী করেন তিনি। অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায় বলেন, মতুয়াদের ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করেছেন তৃণমূল এবং বামেরা। অর্থাৎ, পশিমবঙ্গে মতুয়া ভোটের অঙ্ক কষতে শুরু করেছেন তৃণমূল এবং বিজেপি।
যদিও শান্তনু ঠাকুরের দাবী তাঁর কাছে দলের চেয়েও আগে মতুয়ারা। তৃণমূল যোগের জল্পনা উড়িয়ে তিনি জানান, নাগরিকত্ব আইনের বিরোধিতা যারা করেছেন, তাঁদের সঙ্গে হাত মেলাতে রাজি নন তিনি। এখন প্রশ্ন হল মতুয়াদের দাবী মেনে কি পদক্ষেপ নেয় কেন্দ্র সরকার? ৩০ জানুয়ারির সভা থেকে কি বার্তা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।