হাসপাতালের পরিষেবা বিঘ্নিত হতে দেওয়া যাবে না, আরজিকর প্রসঙ্গে সাফ বার্তা স্বাস্থ্য দফতরের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অধ্যক্ষের ইস্তফার দাবীতে একটানা ১৫ দিন ধরে অনিশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়ারা। যার জেরে অচল হয়ে রয়েছে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা।
সেই জট কাটাতেই অধ্যক্ষ ও স্বাস্থ্যসচিবের সঙ্গে হয় বিশেষ কমিটির বৈঠক। সেখানেই সাফ জানিয়ে দেওয়া হয় হাসপাতালের পরিষেবা বিঘ্নিত হতে দেওয়া যাবে না৷
অবশেষে গুরমিত রামরহিম সহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ঘোষণা করল আদালত
এদিন জট কাটাতে আন্দোলনরত পড়ুয়াদের ৫ জনের একটি বিশেষ কমিটি অধ্যক্ষ এবং স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করে। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ সাফ জানিয়ে দেওয়া হয়, আউটডোর এবং ইনডোর পরিষেবা চালু রাখতে হবে।
এমনকি যারা কাজে আসছেন না তাঁদের বিষয়ে তথ্য জমা রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলে কীভাবে সমস্যার সমাধান করা যায় তার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যসচিব।