কড়া নজরদারি হাওড়ায়, হাইলি সেনসেটিভ বেশ কয়েকটি এলাকা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা মোকাবিলায় ৩০ এপ্রিল পর্যন্ত দেশ জুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। সহমত পোষণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটি জায়গা ইতিমধ্যেই হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিক ভাবে রাজ্যের ১০টি এলাকাকে করোনা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই জায়গা গুলি হল- আলিপুর, পণ্ডিতিয়া রোড, মুদিয়ালি, ভবানীপুর, বড়বাজার, নয়াবাদ, হাওড়ার শিবপুর, উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া, পূর্ব মেদিনীপুরের এগরা এবং কালিম্পং।
নির্দিষ্ট এই জায়গাগুলিতে সাধারণ লকডাউনের থেকে সম্পূর্ণ লকডাউন আরও কঠিন হবে বলে জানিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা।
আরও পড়ুনঃ বাড়ি বাড়ি বাজার পৌঁছে দেবে ই-রিকশা, অভিনব উদ্যোগ মালদায়
যদিও শনিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই জায়গা গুলিকে হটস্পট বলতে নারাজ। তাঁর কথায়, ‘কোনও এলাকা সিল করা হয়নি। আর এটা কোনও হটস্পট নয়। এটা সরকারি মাইক্রো প্ল্যানিং।’
তবে এই মুহুর্তে হাইলি সেনসেটিভ হিসাবে উঠে আসা হাওড়া জেলার বেশ কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছে সম্পূূর্ণ লকডাউন। সেগুলি হল –
হাওড়া বাসীদের জন্য–
1. হাওড়া স্টেশন থেকে BE কলেজ এক্সিট গেট.
নাজিরগঞ্জ থেকে সাঁকরাইল (হাইলি সেনসেটিভ),
2. মৌড়ি টোল প্লাজা থেকে মিদনাপুর বর্ডার NH-6,
3. মল্লিক ফটক থেকে হালদার পাড়া,
4. Peoples Mediteat গলি,
5. প্রভাতি সিনেমা থেকে হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিশন.
6. বোষ্টম পাড়া থেকে বাঙাল পাড়া connecting চ্যাটার্জি হাট বাজার.
7. হাওড়া স্টেশন থেকে উদয় পাড়া,
8. মোল্লা পাড়া,
9. বেলগাছিয়া,
10. টিকিয়াপাড়া (হাইলি সেনসিটিভ ),
11. বেলিলিয়াস রোড,
12. N D কলেজ কানেকটিং সুরঞ্জনা ব্যাটারী সেন্টার.
13. ফোরশোর রোড থেকে শিবপুর কাজীপাড়া (হাইলি সেনসিটিভ )
14. নতুন রাস্তা xing থেকে সাঁতরাগাছি,
15. রামরাজতলা রেলওয়ে স্টেশন থেকে জিগাছা কালিতলা,
16. নকুল পট্টি,
17. অরু পাড়া রেল xing,
18. T8 বাস স্ট্যান্ড থেকে কদমতলা বাজার,
19. GKW থেকে জ্যাঠা মশাই এর মিষ্টির দোকান থেকে আন্দুল রোড.