গোটা শহর অবরুদ্ধ করে রেখেছেন আপনারা, কৃষকদের কটাক্ষ সুপ্রিম কোর্টের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিল্লির যন্তরমন্তরে ‘সত্যাগ্রহ’ ধর্না প্রদর্শনের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কিষাণ মহাপঞ্চায়েত। প্রায় ২০০ জন কৃষকদের নিয়ে ‘সত্যাগ্রহ’ এর জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিল কৃষক সংগঠন৷ তখনই আদালতের সমালোচনার মুখে পড়তে হয় কৃষকদের৷

সুপ্রিম কোর্টের বিচারপতি এএম খানবিলকর এবং সিটি রবিকুমার বলেন, আপনারা রাস্তার ওপর অবরোধ করে সারা শহরের শ্বাসরোধ করে রেখেছেন। এখন আবার শহরের মধ্যে প্রবেশ করতে চাইছেন। বসবাসকারী সাধারণ মানুষ আপনাদের জন্য খুশি রয়েছেন? এটা বন্ধ হওয়া প্রয়োজন৷

আদালতের তরফে আরও বলা হয়, একবার যখন তিন কৃষি আইনের বিরোধিতায় আপনারা আদালতের দ্বারস্থ হয়েছেন। তখন আদালতের ওপর আপনাদের ভরসা রাখা প্রয়োজন। এরপরেই আদালতের তরফে প্রশ্ন তোলা হয়, আপনারা কী বিচারব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করছেন?

বিচারপতি খানবিলকর বলেন, আপনারা হাইওয়ে অবরুদ্ধ করে আন্দোলন করছেন। এতে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। আপনারা সাধারণ মানুষের সুরক্ষা এবং প্রতিরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন৷

পাল্টা কৃষকদের তরফে আইনজীবী বকেন, আমরা হাইওয়ে অবরুদ্ধ করছি না৷ পুলিশ আমাদের আটকে রেখেছে। এরপরেই ওই কৃষক সংগঠনকে হলফনামা জমা দিতে বলে আদালত।

গত বছরের নভেম্বরে তিন কৃষি আইনের বিরোধিতায় দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কৃষকরা। সিঙ্ঘু, টিকরি এবং গাজিপুর সীমান্তে আটকে দেওয়া হয় কৃষকদের৷

তারপর থেকে ১০ মাসের অধিক সময় ধরে চলছে কৃষক আন্দোলন৷ এর পর জুলাই মাসে সংসদের বাসল অধিবেশন চলাকালীন দিল্লির যন্তরমন্তরে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির নেতৃত্বে চলে কৃষক সংসদ।

সম্পর্কিত পোস্ট