তৃতীয় ঢেউ রুখতে কতটা কার্যকর ভ্যাকসিন? কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা?
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারতে খুঁজে পাওয়া করোনার নতুন স্ট্রেনের নামকরণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। দুটি স্ট্রেনের নতুন নাম ডেলটা ও কাপ্পা। এর আগে দুই প্রজাতির নাম ছিল B.1.617.1 এবং B.1.617.2 ।
এতদিন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই নাম যতই সহজসাধ্য ও স্বাভাবিক হোক না কেন, আমজনতার কাছে কিন্তু ছিল বেশ কঠিন। B.1.617.1 -এর নাম দেওয়া হয়েছে কাপ্পা। B.1.617.2-এর নাম দেওয়া হয়েছে ডেলটা।
গ্রিক বর্ণমালা অনুযায়ী ডেলটা হল চতুর্থ বর্ণ। কাপ্পা দশম বর্ণ। এর আগে ব্রিটেনে খুঁজে পাওয়া নতুন প্রজাতিটি B.1.1.7-এর নাম দেওয়া হয়েছিল আলফা, যা গ্রিক বর্ণমালার প্রথম বর্ণ।
দক্ষিণ অফ্রিকার প্রজাতি B.1.351-এর নাম গ্রিক বর্ণমালার দ্বিতীয় বর্ণ বিটার নামানুসারে। ব্রাজিলের প্রজাতির নাম গামা, বর্ণমালার তৃতীয় বর্ণ। সেই ধারা বজায় রেখে এবার ভারতীয় প্রজাতি গুলির নামকরণ করা হল।
২০২০-র অক্টোবরে এদেশে প্রথম কাপ্পা প্রজাতির হদিস পাওয়া গিয়েছিল। এই নতুন স্ট্রেনের ফলেই ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে। তাতে সবথেকে বেশী ক্ষতিগ্রস্থ হতে পারে শিশুরা। ইতিমধ্যেই মহারাষ্ট্রে শিশুদের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। শুধু তাই নয়, যারা করোনার টিকা নিয়েছেন তাদেরও আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, করোনার তৃতীয় ঢেউ রুখতে ভ্যাকসিন কতটা কার্যকর হবে?
টিকা ছাড়া স্কুলে ঢুকতে পারবেন না শিক্ষকরা, কঠোর নির্দেশ ডিআইদের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ডঃ ক্যাথেরিন ও’ব্রায়েন বলছেন, প্রথম ডোজের পর ২ সপ্তাহের মধ্যে দেহে শক্তিশালী প্রতিরোধ গড়ে ওঠে । সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ।
কতদিন স্থায়ী হবে টিকা? এর উত্তর এখনও বিজ্ঞানীদের কাছেও খুব একটা স্পষ্ট নয় বললেই চলে। রীতিমত করোনার ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
তবে প্রাথমিক গবেষণার পর মনে করা হচ্ছে, ফাইজারের দু’টি ডোজ নেওয়ার পর ৬ মাস পর্যন্ত কার্যকরী থাকে। মডের্নাও ৬ মাস পর্যন্ত কর্মক্ষম থাকে। কোভিশিল্ড মোটামুটি ভাবে ১ বছর কার্যকরী থাকে।
সম্প্রতি অনেক বিজ্ঞানী বলছেন, দু’টি ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও একটি বুস্টার ডোজ নিলে এই ভ্যাকসিন আরও বেশী কার্যকরী হবে ।
AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া বলছেন, ভাইরাসটি মারাত্মক। প্রায়ই নিজের জিনগত গঠন বদলে ফেলছে এটি। ফলে করোনা ভ্যাকসিন কতদিন পর্যন্ত এই রোগের উপর কার্যকর থাকবে তা এখনই বলা কঠিন।