হাসপাতালে থেকেও কী করে অসুস্থ আনারুল ?
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বগটুই কাণ্ডের তদন্ত নিয়ে কোনও খবর নয়, অন্যতম অভিযুক্ত হিসেবে জেল হেফাজতে থাকা তৃণমূল নেতা আনারুলের অসুস্থতার বিষয়টিই এখন চর্চায়। বৃহস্পতিবার বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে তাকে আবার রামপুরহাটে ফিরিয়ে আনতে হয়।
রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে নিশংসভাবে আগুনে পুড়ে মৃত্যু হয় ১০ গ্রামবাসীর। সেই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ গ্রেফতার করে তৃণমূলের ব্লক সভাপতি আনারুলকে।
তারপর আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে আনারুলকে নিজেদের হেফাজতে নেয়। কিন্তু নানানরকম শারীরিক জটিলতা থাকায় তাঁকে রামপুরহাট মেডিকেল কলেজে সিবিআই হেফাজতে রাখা হয়। অর্থাৎ নামেই জেলে ছিলেন আনারুল।
কংগ্রেসের নাক কাটতে আজাদকে রাষ্ট্রপতি করার ঝুঁকি আদৌ নেবেন মোদি?
সূত্রের খবর হঠাৎ করেই রক্তচাপ বৃদ্ধি পাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন এই তৃণমূল নেতা। কিন্তু চিকিৎসাধীন থাকা সত্ত্বেও কেন এমন হল তা নিয়ে প্রশ্ন উঠছে। চিকিৎসার জন্য তাঁকে বর্ধমানে পাঠানোর নির্দেশ দেন রামপুরহাট হাসপাতালের চিকিৎসকরা। কিন্তু বৃহস্পতিবার মাঝরাস্তায় আনারুলের অসুস্থতা বাড়লে তাঁকে আবার রামপুরহাটে ফিরিয়ে আনা হয়েছে। এই ঘটনায় আনারুল অনুগামীরা ক্ষুব্ধ।
যদিও বিরোধীদের অভিযোগ অসুস্থতার কথা বলে আনারুল আসলে জামিন পেতে চাইছেন। তাই এইসব করছেন তিনি। তাঁকে প্রসাশনের একাংশ মদত দিচ্ছে বলেও দাবি বিরোধীদের। এরই মাঝে প্রশ্ন উঠছে বগটুই কাণ্ডের সিবিআই তদন্তের কী ফল হল? মৃতরা কী আদৌ ন্যায়বিচার পাবে?