কাকে দিয়েছেন কত টাকা? প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে চিঠি সুদীপ্ত সেনের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জেলে বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন সারদা কাণ্ডে অভিযুক্ত সুদীপ্ত সেন।
চিঠিতে একাধিক রাজনৈতিক দলের ৬ জন প্রভাবশালী নেতার নাম উল্লেখ করেছেন সুদীপ্ত সেন। এমনটাই সূত্রের খবর। যার ফলে ভোটের আগে নতুন করে নাম উঠে আসায় অস্বস্তিতে পড়তে হতে পারে রাজনৈতিক দলগুলিকে। এমনটাই মত রাজনৈতিক মহলের।
সূত্রের খবর, ১ ডিসেম্বর জেলে বসেই চিঠি লেখেন সুদীপ্ত সেন। সেই চিঠি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। সেখানে কাকে কত টাকা দিয়েছিলেন তা উল্লেখ করেছেন তিনি।
চিঠিতে তিনি লিখেছেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে ৬ কোটি টাকা, ৯ কোটি টাকা দেওয়া হয়েছে বিধানসভায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে ২ কোটি টাকা, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরিকে ৬ কোটি টাকা দিয়েছেন।
মুকুল রায়কে দেওয়া টাকার অঙ্ক মনে করতে পারেননি তিনি। তবে সেই অঙ্কটাও বেশ মোটা ছিল বলে চিঠিতে স্পষ্ট উল্লেখ করেছেন সুদীপ্ত সেন।
তবে এই চিঠির বয়ান সুদীপ্ত সেনের কিনা তা এখনও জানা যায়নি। সূত্রের খবর চিঠির হাতের লেখা পরীক্ষা করবে সিবিআই।
কিছুদিন আগে সারদাকান্ডে একটি অডিও ক্লিপ হাতে পায় সিবিআই। অডিও ক্লিপে মেলে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের কন্ঠস্বর। তা থেকেই তদন্ত শুরু করেছেন পুলিশ।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tmc-and-akali-dal-wants-nationwide-protest-against-farm-law/
অডিও ক্লিপের সূত্র ধরে তদন্ত শুরু করেছে তদন্তকারী বিভাগ। এবার সুদীপ্ত সেনের চিঠিতে নতুন করে তদন্তের গতি বাড়বে বলে মনে করা হচ্ছে।
কিছুদিন হাইকোর্টে জামিনের আবেদন জানিয়ে উপস্থিত হন সারদা মামলায় অভিযুক্ত দেবযানী মুখার্জী। সেখানেই উঠে আসে অডিও ক্লিপের কথা।
সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয়েছে, অডিও ক্লিপের সূত্র ধরেই সুদীপ্ত এবং দেবযানীকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় তদন্তকারী বিভাগ।
সারদা মামলায় এই প্রথমবার প্রভাবশালী নেতৃত্বের নাম উল্লেখ করলেন সুদীপ্ত সেন। জেল সুপার মারফত সেই পৌঁছে গিয়েছে কারা দফতরের এডিজির কাছে। সেখান থেকেই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দফতরে চলে যায় চিঠি।