করোনা পরিস্থিতিতে কীভাবে হবে নির্বাচন? নয়া নির্দেশিকা কমিশনের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা পরিস্থিতিতে কিভাবে হবে নির্বাচন? তা নিয়েই সমস্ত দলের মতামত জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। শুক্রবার নয়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যাদের বয়স ৮০ বছরের বেশী, যারা জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত তাঁরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এছাড়াও যারা করোনা আক্রান্ত বা যাদের শরীরে উপসর্গ দেখা গিয়েছে তাঁরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
তবে নির্বাচনের আগে মানুষের মধ্যে গিয়ে প্রচারের জন্য আবেদন করেছিল বহু রাজনৈতিক দল। কমিশনের তরফে জানানো হয়েছে, সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা সমস্ত নির্দেশ মেনে চলতে হবে। বাড়ি বাড়ি গিয়ে প্রচারের ক্ষেত্রে প্রার্থীর সঙ্গে চার জন যেতে পারবেন।
নির্বাচনের মনোনয়নের কাজ অনলাইনের মাধ্যমে হবে। নির্বাচনে যুক্ত সমস্ত জন অর্থাৎ প্রার্থী, তার সমর্থক এবং ভোটের কাজে যুক্ত সরকারী কর্মীকে মাস্ক, গ্লাভস পড়া বাধ্যতামূলক।
Election Commission of India approved the broad guidelines for conduct of general/bye elections during COVID-19 period.
These are available at
https://t.co/TLg7TFxZ8B@ECISVEEP @MoHFW_INDIADetails ⬇️https://t.co/6eFlkoWJXq pic.twitter.com/521YcOTtOA
— PIB In Meghalaya (@PIBShillong) August 21, 2020
বিষয়টি স্থানীয় প্রশাসনের তদারকিতে হবে। এছাড়াও নির্বাচনের আগে ভোট কেন্দ্রকে পুরো স্যানিটাইজ করা, সেখানে সমস্ত পরিষেবা রাখা এবং সর্বোপরি শারিরীক দুরত্ব মেনে চলার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রতিটি নির্বাচন কেন্দ্র থেকে শুরু করে জেলা এমনকি রাজ্যস্তরে আলাদা করে নোডাল অফিসার নিযুক্ত করা হবে। যারা পুরো বিষয়টির ওপর নজর রাখবে। সমস্ত সরকারী কর্মীদের ট্রেনিং অনলাইনে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
চলতি বছরেই রয়েছে বিহারের বিধানসভার নির্বাচন। আগামী ২৯ নভেম্বর শেষ হচ্ছে বিহার বিধানসভার সময়সুচী। চলতি বর্ষে বিধানসভা কবে হবে? সে বিষয়ে ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের তরফে জানানো হবে।