কীভাবে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মূল্যায়ণ, আগামীকাল বাৎলাবেন মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আবহে বাতিল হওয়া মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে হবে তা আগামী কাল ঘোষণা করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আজ কৃষক বন্ধু প্রকল্পের বাস্তবায়ন নিয়ে নবান্নে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে হবে তা আগামীকাল জানানোর কথা ঘোষণা করেন তিনি। একইসঙ্গে তিনি জানান, জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে।
শিক্ষা দফতর সূত্রে খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অনেকেই উচ্চতর শিক্ষার জন্য ভিন রাজ্যে যায়। সবদিক বিবেচনা করেই রেজাল্ট তৈরি করা হবে। অন্য বোর্ডের পড়ুয়াদের তুলনায় তারা যাতে পিছিয়ে না পরে সেটাও দেখা হবে।
উল্লেখ্য, এদিনই সুপ্রিম কোর্টে সিবিএসই জানিয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে হবে সিবিএসই ফল ঘোষণা করা হবে। শীর্ষ আদালতে সিবিএসই-র তরফে জানানো হয়েছে দশম থেকে দ্বাদশ শ্রেণির পারফরমেন্সের ভিত্তিতে সিবিএসই দ্বাদশের ফল নির্ধারণ করা হবে। ৩০ শতাংশ ওয়েটেজ থাকবে দশম শ্রেণির পারফরমেন্সে। ৪০ শতাংশ ওয়েটেজ থাকবে একাদশ ও দ্বাদশের পারফরমেন্সে।
কৃষক বন্ধু প্রকল্পের বর্ধিত সুবিধার হার কার্যকর করলেন মুখ্যমন্ত্রী
করোনা আবহে সিবিএসই সহ অন্যান্য বোর্ডের মতো এবার এ রাজ্যেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই মূল্যায়নের ভিত্তিতে ফলপ্রকাশ হবে।
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, দশম শ্রেণির পরীক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে নবম শ্রেণির পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং দশম শ্রেণির টেস্ট পরীক্ষার প্রাপ্ত নম্বর দেখা হবে।
অন্যদিকে, একাদশ শ্রেনীর ক্ষেত্রে মাধ্যমিকের প্রাপ্ত নম্বর দেখে মূল্যায়ন হবে। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে দ্বাদশ শ্রেণির প্রজেক্ট ও প্র্যাক্টিকালের নম্বর যোগ হতে পারে।