বড় ভাঙন গেরুয়া শিবিরে, তৃণমূলে যোগ দিচ্ছেন হাওড়ার বহিস্কৃত বিজেপি নেতা সুরজিৎ সাহা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপির ভরাডুবির পর থেকেই ভাঙন অব্যাহত গেরুয়া শিবিরে। দিকে দিকে দলত্যাগ করে বিজেপি নেতাকর্মীদের তৃণমূলে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। এবার সেই দলে নাম লেখাতে চলেছেন হাওড়ার প্রাক্তন বিজেপি জেলা সভাপতি সুরজিত সাহা।

সূত্রের খবর বৃহস্পতিবার এসসি এসটি সেলের বিজয়া সম্মিলনি অনুষ্ঠানেই সুরজিত সাহা ও তাঁর অনুগামীরা যোগদান করতে চলেছন। ১০ নভেম্বর তাঁকে বহিষ্কার করেছিল বিজেপি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলে গেরুয়া শিবিরের রোষানলে পড়েছিলেন তিনি।

নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন সুরজিৎ সাহা। শুভেন্দুর সততা নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন, উনি তো ৬ মাস আগে বিজেপিতে এসেছেন। ওঁকে নারদায় টাকা হাতে নিতে দেখা গিয়েছে। বিজেপির কোনও নেতাকে সেখানে টাকা নিতে দেখা যায়নি। ওঁকে প্রমাণ করতে হবে, উনি কত বড় সৎ। এই মন্তব্যের পরেই সুরজিৎ সাহাকে বহিষ্কার করে বিজেপি।

এখানেই শেষ নয়, এর আগেও দলের কাজকর্ম নিয়ে তিনি প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। পুরভোটের সাংগঠনিক কাজকর্ম শুরুর পরই বিজেপি হাওড়া কর্পোরেশনের নির্বাচনী কমিটির মাথায় বসায় তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে। তাঁকে মানতে পারেননি সুরজিৎ সাহা। তা থেকেই বিতর্কের সূত্রপাত।

Gangasagar Mela: করোনা আবহে নয়া নিয়ম, ই-রেজিস্ট্রেশন ছাড়া গঙ্গাসাগর মেলায় প্রবেশে নিষেধাজ্ঞা

সূত্রের খবর, এতেই অসন্তুষ্ট হন শুভেন্দু। তিনি দলের অভ্যন্তরীন মিটিংয়ে তা নিয়ে সমালোচনাও করেন। সেই খবর কানে আসতেই ফের বিস্ফোরক হন সুরজিৎ। জানা যায় শুভেন্দু সমালোচনা করে সুরজিৎ সাহার বিরুদ্ধে অভিযোগ তোলেন বিধানসভা নির্বাচনে ডোমজুড় থেকে তার কারসাজিতেই হেরে যায় বিজেপি। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে হাওড়ার এক মন্ত্রীর। এরপরই বেলাগাম হয়ে ওঠেন সুরজিৎ সাহা।

পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, শুভেন্দুকে প্রমাণ করতে হবে হাওড়ার তৃণমূলের যোগ আছে বিজেপির। আর তা না হলে ক্ষমা চাইতে হবে শুভেন্দুকে। এরপরেই দলের শৃঙ্খলাভঙ্গের মুখে পড়েন সুরজিৎ। দল থেকে বহিষ্কার করা হয় সুরজিৎ সাহাকে।

সম্পর্কিত পোস্ট