রেড জোন হাওড়া, লকডাউন মানাতে নাস্তানাবুদ পুলিশ কর্মী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রেড জোন হাওড়ায় রবিবারে বাজারে ব্যস্ত শহরবাসীকে লকডাউন মানাতে নাস্তানাবুদ হতে হল সি টি পুলিশকে ।
রবিবার হাওড়া শহরের কালীবাবুর বাজার ,রামতলা বাজার ,চাটার্জীহাট বাজার,শিবপুর বাজার সহ প্রায় সব বাজারেই ব্যাপক ভিড়।
বাজার করা শহরবাসীর এখন রোজকার রুটিন হয়েছে । লক ডাউনের অফিসের তাড়া না থাকায় যে সপ্তাহে একদিন বাজার করতো এখন সে রোজই বাজার করতে আসে বলে জানা গিয়েছে স্থানীয় সুত্রে ।
আরও পড়ুনঃ সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে একশো দিনের কাজ
রবিবার বাজার গুলির মাংসের দোকান থেকে শুরু করে সব ক্ষেত্রেই সোশ্যাল ডিসটেন্স না মানা ভিড় দেখা গিয়েছে ।
কালীবাবুর বাজারে এক মহিলার সঙ্গে সোসাল ডিসটান্স মানাতে চাওয়া সিভিক ভলান্টিয়ারের ধ্বস্তাধ্বস্তি হয়। এরপরে পুলিশ বাজার বন্ধ করে দিলেও বাকী বাজার গুলিতে বাজার করতে মত্ত থাকলো শহরবাসী ।
চ্যাটার্জীহাট থানার কাছে বাজারে ব্যাপক ভিড় থাকায় বোঝাই গেল না মুখ্যমন্ত্রী হাওড়া শহরকে রেড জোন থেকে আপাতত কমলা জোনে উত্তীর্ণ করার স্বপ্ন দেখে নির্দেশ দিয়েছেন ।