উচ্চমাধ্যমিকে ৯৭.৬৯ % পাশ, সেরা মুর্শিদাবাদের ছাত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ হচ্ছে ২০২১-এর উচ্চ মাধ্যমিকের। ফল প্রকাশ করছেন সংসদের সভাপতি। করোনার জন্য এবছরে পরীক্ষা নেওয়া হয়নি। কিছু বিদ্যালয় দেরী করে একাদশ শ্রেণীর রেজাল্ট পাঠিয়েছে। কিছু বিদ্যালয় আবার ত্রুটিযুক্ত রেজাল্ট পাঠিয়েছে।শুক্রবার স্কুলে রেজাল্ট দেওয়া হবে।

মাধ্যমিকের মতই উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরে খুশি না হলে পরীক্ষায় বসার সুযোগ। আগামীকাল বেলা ১১ টা থেকে পর্ষদের ৫২ টি কেন্দ্র থেকে রেজাল্ট দেওয়া হবে।  উচ্চ মাধ্যমিকে এবার পাশের হার ৯৭.৬৯ শতাংশ।উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৪৯৯। প্রথম দশে রয়েছেন ৮৬ জন।

৪৯৯ পেয়ে মুর্শিদাবাদ জেলা থেকে প্রথম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদ জেলার ছাত্রী। বিকেল ৪টে থেকে ওয়েবসাইট মারফত ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।৩ লক্ষ ১৯ হাজার ৩২৭জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ লক্ষ। তাঁরা কেউ অ্যাডমিট কার্ড পায়নি।

ঈদ মিটতেই সেনা নামিয়ে কঠোর লকডাউনের পথে বাংলাদেশ

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, সংশ্লিষ্ট পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর দিয়েই ওয়েবসাইটে ফল দেখা যাবে। ২৩ জুলাই ১১টা থেকে ৫২টি ক্যাম্প থেকে স্কুলগুলিকে মার্কশিট বিলি করবে সংসদ। নম্বরে সন্তুষ্ট না হলে পরীক্ষায় বসার জন্য সংসদে আবেদন জানানো যাবে।

নীচের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে:
http://wbresults.nic.in
www.exametc.com
www.result.shiksha
www.westbengal.shiksha
www.indiaresults.com
www.jagranjosh.com
www.technoindiagroup.com

সম্পর্কিত পোস্ট