রাস্তা ও বাঁধ নির্মানে অগ্রাধিকার, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে ফের বিপুল বরাদ্দ রাজ্যের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের গ্রামীণ এলাকার পরিকাঠামো উন্নয়নে ৫৩৮ কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে।আরআইডিএফ বা গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের আওতায় ২২ টি দফতরকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই সেচ দফতরকে ৩.৫৪ কোটি টাকা দেওয়া হয়েছে।

চলতি আর্থিক বছরেই রাজ্যের সেচ দফতরকে আরও ৫৮ কোটি ৯৬ লক্ষ টাকা দেওয়া হবে। জলসম্পদ দফতর পেতে চলেছে ৬৩ কোটি ৫০ লক্ষ টাকা। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর পাচ্ছে ৫০ কোটি টাকা। বিদ্যুৎ দফতর পাবে ৩৮ কোটি ৭৫ লক্ষ টাকা। স্বাস্থ্য ও শিক্ষা দফতর পেতে চলেছে ২৫ কোটি টাকা করে। এছাড়াও খাদ্য দফতর ১৫ কোটি টাকা পাবে বলে জানা গিয়েছে।রাজ্যের পূর্ত দফতর সর্বাধিক ১৩৭ কোটি ৫০ লক্ষ টাকা পাচ্ছে।

জুন মাসের তৃতীয় সপ্তাহে GTA নির্বাচন, জোরকদমে শুরু প্রস্তুতি

এছাড়াও সংখ্যালঘু উন্নয়ন, পশ্চিমাঞ্চল উন্নয়ন, সুন্দরবন উন্নয়ন, উত্তরবঙ্গ উন্নয়ন, সমবায়, নারী শিশু ও সমাজ কল্যাণ, কৃষি, কৃষি বিপণন, প্রাণিসম্পদ, স্বরাষ্ট্র ও পার্বত্য উন্নয়ন, ছোট ও মাঝারি শিল্প দফতরের জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে। বর্ষার আগে গ্রামবাংলায় যাতে পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত শুরু করা যায়, তার জন্যই এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

রাস্তা, সেতু ও বাঁধ তৈরি এবং সংস্কারের কাজে সব থেকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই কারণেই সেচ ও পূর্ত দফতর সবথেকে বেশি টাকা দেওয়া হয়েছে। আগামী বছরে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের এই বিপুল উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট