ক্ষুদ্র শিল্পে বিপুল বিনিয়োগ , ১৩টি জেলায় ৩২টি শিল্প প্লট প্রস্তুত রাজ্যের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে ক্ষুদ্র শিল্পে বিনিয়োগের জন্য রাজ্য সরকার ১৩টি জেলায় ৩২টি শিল্প প্লট প্রস্তুত করেছে। এই প্লটগুলির মোট আয়তন ৪৫৬ একর। ওই সব প্লট গুলিতে শিল্প স্থাপনের ব্যপারে আলোচনা করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের সচিব রাজেশ পাণ্ডে ওই ১৩ জেলার প্রশাসনের সঙ্গে আগামীকাল ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করবেন।

চিহ্নিত করা যায়গাগুলির সম্পর্কে বণিক মহলকে আগ্রহী করে তুলতে বৈঠকে সংশ্লিষ্ট জেলার শিল্প সংস্থা এবং বণিক সংগঠনগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে।যে ১৩টি জেলায় ওই শিল্প প্লট গুলি রয়েছে সেগুলি হল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নদীয়া, ঝাড়গ্রাম, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, কোচবিহার, পুরুলিয়া এবং দার্জিলিংয়ের শিলিগুড়ি ও পুরুলিয়া।

দায়িত্ব বাড়ল রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের

রাজ্য সরকারের বক্তব্য, এই সব শিল্প প্লটে আঞ্চলিক প্রাকৃতিক কাঁচামালকে কাজে লাগিয়ে ছোট শিল্প গড়ে তোলা সম্ভব। তাতে দুই ভাবে এলাকাবাসী উপকৃত হবেন। দৃষ্টান্ত দিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের এক কর্তা বলেন, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ফল প্রক্রিয়াকরণ শিল্পের ভাল সম্ভাবনা আছে। যেমন আনারস চাষ বৃদ্ধির মাধ্যমে কৃষি ক্ষেত্রে কর্মসংস্থান সম্ভব। আবার শিল্পেও কাজ মিলবে বহু মানুষের।

সম্পর্কিত পোস্ট