Hyderabad Museum : মোটা অঙ্কের বেতনের বিনিময়ে চাকরি , সুযোগ দিচ্ছে হায়দ্রাবাদের মিউজিয়াম
মোটা অঙ্কের বেতনের বিনিময়ে চাকরি
The Quiry : মোটা অঙ্কের বেতনের বিনিময়ে চাকরি , সুযোগ দিচ্ছে হায়দ্রাবাদের মিউজিয়াম (Hyderabad Museum )। হায়দ্রাবাদে দেশের অন্যতম পুরনো মিউজিয়াম হল সালার জঙ্গ মিউজিয়াম। সেখানেই একাধিক পদে লোক নেওয়া হবে। কোন পদে নিয়োগ ? দেখুন……….
১. সালার জঙ্গ মিউজিয়ামে কিউরেটর (এডুকেশন) পদে ১ জন।
২. কিউরেটর (ডিসপ্লে) পদে ১ জন, কিউরেটর (কনজারভেশন) পদে ১ জন।
৩. কিউরেটর (ম্যানুস্ক্রিপ্ট) পদে ১ জন, ডেপুটি কিউরেটর পদে ৪ জন।
৪. ডেপুটি কিউরেটর (এডুকেশন) পদে ১ জন, ডেপুটি কিউরেটর (কনজারভেশন) পদে ১ জন, অ্যাকাউন্ট্যান্ট পদে ১ জন।
৫. সিনিয়র ফোটোগ্রাফার পদে ১ জন, গ্যালারি অ্যাসিস্ট্যান্ট পদে ১ জন এবং ইলেক্ট্রিক্যাল অ্যাটেন্ডার পদে ১ জনকে নিয়োগ করা হবে।
Hyderabad Museum : মোটা অঙ্কের বেতনের বিনিময়ে চাকরি , সুযোগ দিচ্ছে হায়দ্রাবাদের মিউজিয়াম
আরও খবর- Bank : ব্যাঙ্কে কোটি কোটি টাকার আমানত , এদিকে দাবিদার নেই কোনও !
গ্রুপ-এ , গ্রুপ-বি এবং গ্রুপ-সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মিউজিয়াম কর্তৃপক্ষ। এই নিয়োগের জন্য অফলাইনে আবেদন করতে হবে। সালার জঙ্গ মিউজিয়ামের ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র। আগামী বছর জানুয়ারি মাসের মধ্যে পৌঁছতে হবে আবেদন।