সুপারসনিক ক্রুজ উৎক্ষেপনের মাধ্যমে শক্তি প্রদর্শন ভারতে

দ্যা কোয়ারি ওয়েবডেস্ক :প্রতিরক্ষাতেও ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারত। আমেরিকা, রাশিয়া এবং চিনের মতো হাইপারসোনিক প্রযুক্তিতে সাফল্যের নতুন মাইলস্টোন নির্মাণ করল ভারত৷ খানিকটা আত্ননির্ভর হয়ে বুঝিয়ে দিল নিজেদের অবস্থান।

সোমবার ওড়িশার উপকুলের ডঃ আবদুল কালাম আইল্যান্ডের লঞ্চপ্যাড উৎক্ষেপন করা হল হাইপারসোনিক টেকনোলজি ডেমোনেস্ট্রেটর ভেহিকেল। এর গতিবেগ প্রতি ২০ সেকেন্ডে ৩০ কিলোমিটার।

প্রথমবার সাফল্য না পেলেও দ্বিতীয়বার হাইপারসোনিক ক্রুজের সাফল্য ভারতকে আরও বেশী আত্মনির্ভর করেছে। এর নেতৃত্বে ছিলেন সতীশ রেড্ডি এবং হাইপারসোনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত বিজ্ঞানিরা।

হাইপারসোনিক টেকনোলজি ডেমোনেস্ট্রেটর ভেহিকেল হল এক ধরনের দ্রুত গতিবেগ সম্পন্ন ক্রুজ যা ক্ষেপনাস্ত্রকে এগিয়ে নিয়ে যেতে পারবে। শব্দের চেয়েও বেশী গতিবেগে লক্ষ্যের কাজে পৌঁছে দেওয়াই এর কাজ।

১৫ থেকে ২০ কিলোমিটারের উচ্চতা অবধি অনায়াসে উড়ে যেতে পারে ১৮ ফুট লম্বা সুপারসোনিক ভেহিকেল। টাইটেনিয়ামে তৈরি এই দ্রুত যানের ওজন প্রায় ১ মেট্রিক টন। এর উৎক্ষেপনের জন্য প্রয়োজন হয় রকেট লঞ্চ বুস্টার।

সোমবার মিসাইল বুস্টার ব্যবহার করেই উৎক্ষেপন সফল হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বহুদিন ধরে এই কাজে নিযুক্ত থাকার পর সাফল্য পেল ভারতীয় বিজ্ঞানীরা।

এদিন এই সাফল্যের কথা টুইট করে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এটি একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ।

সম্পর্কিত পোস্ট