আমার লজ্জা ২১ বছর ধরে পার্টিটা করেছি, তৃণমূলকে নিশানা শুভেন্দুর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃণমূল এখন কোম্পানিতে পরিণত হয়েছে। না আছে শৃঙ্খলা। কেউ অ্যাপোয়েন্টমেন্টও পান না। কোনও মিটিংয়ে রেজুলেশন হয় না। সেই কোম্পানি থেকে বেরিয়ে প্রকৃত রাজনৈতিক দলে কাজ করার সুযোগ পেয়েছি। শনিবার বিজেপির কার্যালয় থেকে আরও একবার তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর।

গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। তারপর একাধিকবার তৃণমূলকে কোম্পানি বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।

বিজেপিতে যোগদান করার পর শনিবার হেস্টিংসে বিজেপির কার্যালয়ে সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে উপস্থিত হন শুভেন্দু অধিকারী, সাংসদ সুনীল মন্ডল সহ একাধিক নেতৃত্ব।

সেখানেই শুভেন্দু আরও বলেন, ২১ বছর ধরে দলটা করেছি, এখন লজ্জা হচ্ছে। কলকাতা এবং দিল্লিতে একই সরকার গঠন করতে সকলকে একজোট হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/binoy-tamang-and-anit-thapa-rally-forom-sonada/

শুভেন্দুর সাফ বক্তব্য, সিপিএমের ছেঁড়া চটি পায়ে আমরা ২১ বছর হেঁটেছি। কিন্তু বাংলায় এবার বিজেপির সরকার হবে। কারণ একমাত্র বিজেপিই পারে ফর দ্য পার্টি, অব দ্য পার্টি এবং বাই দ্য পার্টির সরকার থেকে ফর দ্য পিপল, অব দ্য পিপল এবং বাই দ্য পিপলের সরকজার গঠন করতে।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, আমরা প্রধানমন্ত্রীর কথা শুনেছি। তিনি আক্ষেপ করছেন। দল নির্বিশেষে সমস্ত রাজ্যের মানুষ যখন কেন্দ্র সরকারের প্রকল্পের ফায়দা তুলছেন, তখন বাংলার কৃষকদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে।

বিজেপিতে যোগদানের পরেও শুভেন্দু অধিকারী বলেছিলেন, দলের একজন সাধারণ কর্মী হিসাবে কাজ করবেন তিনি। দল তাঁকে যা নির্দেশ দেবে সেই কাজ করবেন তিনি। তারপর একবার রাজ্যসভাপতি

দিলীপ ঘোষের সঙ্গে পুর্বস্থলী এবং পরে নিজের গড় কাঁথিতে জনসভা করেছেন শুভেন্দু অধিকারী। এদিনেও শুভেন্দু বললেন, শ্যমাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে সোনার বাংলা গড়ে তুলবেন।

এদিন বৈঠকের পর তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীকে। চলে শ্লোগান। এমনকি বর্ধমান পুর্বের সাংসদ সুনীল মন্ডলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ।

সম্পর্কিত পোস্ট