‘আই ক্লাউড ডিজিটাল লকার’ -প্রশিক্ষিত কর্মী নিয়োগের পথে রাজ্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ইন্টারনেটে সরকারি তথ্য ভান্ডারের সুরক্ষার লক্ষ্যে রাজ্য সরকার এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মীদের কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে। চলতি বছরেই রাজ্যের কুড়ি হাজার পঞ্চায়েত কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

সবে পথ চলা শুরু করেছে রাজ্য সরকারের নিজস্ব ইন্টারনেট নির্ভর ডিজিটাল লকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই উদ্বোধন করেছেন তাঁর নিজের মস্তিষ্ক প্রসূত ওই ডিজিটাল লকার বা ‘আই ক্লাউড ডিজিটাল লকার’।

যেখানে জন্ম ও মৃত্যুর শংসাপত্র থেকে শুরু করে তফসিলি জাতি ও উপজাতির শংসাপত্র, স্বাস্থ্য সাথীর সার্টিফিকেট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স – সব এক জায়গায় রাখা থাকবে। এই তথ্যভান্ডার যাতে সুরক্ষিত থাকে সেজন্যই প্রশিক্ষিত কর্মী নিয়োগের ভাবনা বলে খবর পঞ্চায়েত দফতর সূত্রে। এই প্রশিক্ষণ কর্মসূচির নাম দেওয়া হয়েছে বেসিক সাইবার সিকিউরিটি এন্ড হাইজিন প্রাক্টিস।

Russia-Ukraine War : এরাজ্যের বাসিন্দাদের দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনতে তৎপর নবান্ন, খোলা হয়েছে কন্ট্রোল রুম

তথ্যপ্রযুক্তি দপ্তরের সাইবার সিকিউরিটি সেন্টারকে এই প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে। পঞ্চায়েতে কর সংগ্রহ জন্ম মৃত্যুর সার্টিফিকেট ১০০ দিনের কাজের প্রকল্প আবাস যোজনার মতো বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কিত তথ্য তৈরি করার মত বিষয়েও এই প্রশিক্ষণ দেয়া হবে।

কেন্দ্রীয় সরকারও এ ধরনের প্রকল্পের বিস্তারিত তথ্য সরাসরি অনলাইনের মাধ্যমে পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে চাইছে বলে জানা গেছে। তথ্যপ্রযুক্তি দপ্তর সূত্রে জানা গেছে ২৩ টি জেলা পরিষদ ৩৪২ টি পঞ্চায়েত সমিতি এবং তিন হাজার ৬০০ টি গ্রাম পঞ্চায়েতের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট