“আমি যা বলি তা করে দেখাই”, বিজেপিতে যোগদান করে জানালেন মিঠুন চক্রবর্তী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পরনে ধুতি পাঞ্জাবী, চোখে কালো চশমা। ভঙ্গিতে কোনও পরিবর্তন হয়নি। তিনি আসার পর থেকেই ব্রিগেডের সমাবেশে গেরুয়া শিবিরের কর্মীদের উন্মাদনা ছিল চরমে।
বিজেপিতে যোগদানের পর একেবারে নিজস্ব ক্যারিশমায় বক্তব্য রাখলেন ‘মহাগুরু’। “আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই। জাত গোখরো। এক ছোবলে ছবি। কেউ পালাতে পারবে না। আমি যা বলি তা করে দেখাই”।
সিনেমার পর্দায় সুপারস্টার মিঠুন চক্রবর্তীর একাধিক সুপারহিট ডায়লগ শুনে অভ্যস্ত দর্শকরা। এদিন ব্রিগেডের সমাবেশেও শোনা গেল সেই ভাষণ।
আরও পড়ুনঃ West Bengal Assembly Election: মোদির ব্রিগেডে বিজেপিতে ‘মহাগুরু’
তিনি আরও বলেন, “আজকের দিন আমার কাছে স্বপ্নের মতো। আমি স্বপ্ন ছিল জীবনে কিছু করবো। বড়ো বড়ো নেতারা উপস্থিত হয়েছেন। আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত হবেন। এটা স্বপ্ন নয়তো কী?”
তিনি আরও বলেন, “আমি যখন ১৮ বছর বয়সী হই। তখন আমার স্বপ্ন ছিল গরীব লোকেদের হকের ফিরিয়ে দেবো। আমি দেখতে পাচ্ছি সেই স্বপ্ন পূরণ হতে চলেছে”।
একইসঙ্গে এদিন অভিনেতা মিঠুন চক্রবর্তীর মুখে শোনা গেল একাধিক মনীষীর নাম। তিনি আরও বলেন, “আমি গর্বিত আমি বাঙালী”। যে আপনাদের হকের জিনিস ছিনিয়ে নেবে, আমি তাঁদেরকে আটকাবো।