“দ্বিতীয় বিশ্বযুদ্ধ ,পাক-যুদ্ধ , ভারতের স্বাধীনতা দেখেছি ,দেখিনি এই ছবি” মন্তব্য আশা ভোঁসলের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাতে ফিভার নেটওয়ার্কের তরফে ১০০ ঘণ্টার জন্যে ১০০ জন শিল্পীকে একসূত্রে বাঁধা হয়েছে।

অনলাইন প্ল্যাটফর্মেই শিল্পী, অভিনেতা, খেলোয়ার, রাজনীতিক, লেখকরা করোনার জন্যে সম্মুখীন হওয়া এই কঠিন পরিস্থিতি নিয়ে নিজেদের মতপ্রকাশ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং এই উদ্যোগের প্রশংসা করেছেন।

ত্রাণ বন্টন নিয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত মালদা

এবার উদ্বেগ প্রকাশ করলেন সঙ্গীতশিল্পী আঁশা ভোসলে। তিনি বললেন, ‘‌এই জীবনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী থেকেছি, ভারতের স্বাধীনতা দেখেছি, পাকিস্তানের সঙ্গে যুদ্ধও দেখে নিয়েছি। মনে আছে, ৭১–এর মুক্তিযুদ্ধের সময় আমাদের জানলায় কালো কাগজ লাগিয়ে দিতে হত, কিন্তু গত কয়েক দশকে গোটা পৃথিবীকে এভাবে একসঙ্গে থেমে যেতে দেখিনি। হয়ত ভারত কিংবা একটা দুটো দেশ হয়ত কখনও এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু গোটা বিশ্বকে এভাবে স্তব্ধ হয়ে যেতে দেখিনি একসঙ্গে এর আগে। ভগবান আমাদের অগ্নিপরীক্ষা নিচ্ছেন। তবে আমরা এই দুঃসময়ও ঠিক পার করে যাব।’

সম্পর্কিত পোস্ট