ধর্ম অবমাননার গুজবে বাংলাদেশে বলি ১
দ্য কোয়ারি ডেস্ক: ধর্ম অবমাননার গুজবে গণহত্যার শিকার এক ব্যক্তি। মসজিদের সামনেই পুড়িয়ে দেওয়া হয় দেহ।
সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার বাংলাদেশের লালমণীহাট জেলার ঘটনায় গোটা বাংলাদেশে আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, পিটিয়ে মারার পর খুন করা হয় ব্যক্তিকে। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ সূত্রের খবর, লালমণিরহাট পটগ্রাম এলাকার এক মসজিদে নামাজ পড়তে আসেন দুই ব্যক্তি৷ নামাজের পর পা ঠেকাঠেকি নিয়ে শুরু হয় বচসা। গুজব ওঠে কোরানে পা দিয়েছেন ওই ব্যক্তি।
ঘটনাস্থলে জমায়েত হয় কয়েক হাজার মানুষ। উন্মত্ত জনতাকে সরিয়ে একজনকে বের করা গেলেও দ্বিতীয় জনকে বের করা সম্ভব হয়নি। পুলিশের সামনেই জ্বালিয়ে দেওয়া হয় ওই ব্যক্তির দেহ।
ঘটনার পরেই গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হলেও তার আগেও গোটা দেহ ভস্মীভূত হয়ে যায়।
মৃত ব্যক্তি আদৌ মুসলিম কিনা, তিনি মসজিদে গিয়েছিলেন কি না অথবা তিনি কোরানে পা দিয়েছিলেন কি না কিছুই জানা যায়নি।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/nisith-pramanick-in-mihir-goswami-house/
ইতিমধ্যেই জনৈক রংপুরের এক বাসিন্দা নিজেদের মৃতের ভাই বলে দাবী করেছেন। কিন্তু কি কারণে তিনি লালমণিহাট গিয়েছিলেন তা এখনও জানা যায়নি।
পুলিশের দাবী নিহত ব্যক্তির সঙ্গে আরও একজন যিনি ছিলেন তাঁকেই জিজ্ঞাসাবাদ করে রহস্যভেদ করা হোক।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/woman-beheaded-two-others-killed-in-suspected-terror-attack-in-france/