করোনার কবল থেকে ৭২৩ জনকে ফিরিয়ে আনল ভারতীয় বায়ুসেনা
বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, ‘‘তিনটি বিমানে মোট ৭২৩ জন ভারতীয় ও ৪৩ জন বিদেশিকে চিন থেকে দেশে উদ্ধার করে আনা হল।’’
দ্য কোয়ারি ডেস্ক- করোনা আক্রান্ত চিনের উহান প্রদেশ থেকে ১১২ জনকে উদ্ধার করতে সক্ষম হল ভারতীয় বায়ুসেনা ।
ভারতের পক্ষ থেকে AC-17 Globemaster 3 বিমানে করে ১৫টন চিকিৎসা সামগ্রী চিনে পৌঁছে দেওয়া হয় ।
করোনার পরিত্রাতা ভারতীয় বায়ুসেনা
ফেরার পথে বিমানটি দেশে নিয়ে এসেছে উহানে আটকে থাকা ওই ১১২ জনকে।
অন্য একটি বিমানে শুক্রবারই টোকিয়া থেকেও ১২৪ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ।
জাপান উপকূলে কোয়ারেন্টাইন করে রাখা ভাইরাস-আক্রান্ত জাহাজ ‘ডায়মন্ড প্রিন্সেস’-এ আটকে ছিলেন এঁরা।
আরও পড়ুন : #Coronavirusoutbreak চিনের পর করোনার কবলে ইউরোপ
ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, উহান থেকে উদ্ধার করে আনা ১১২ জনের মধ্যে ৭৬ জন ভারতীয় ।
বাকি ৩৬ জন বিদেশি নাগরিক । এঁদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ৬ জন চিনের নাগরিক, ২ জন করে মায়ানমার, মলদ্বীপ এবং ১ জন করে দক্ষিণ আফ্রিকা, আমেরিকা ও মাদাগাস্কারের বাসিন্দা ।
জাপান থেকে উদ্ধার হওয়া ১২৪ জনের মধ্যেও ভারতীয় ছাড়া দু’জন শ্রীলঙ্কার, এক জন করে নেপাল, দক্ষিণ আফ্রিকা ও পেরুর বাসিন্দা।
জাহাজের ৩ ভারতীয় কর্মী বিমানে উঠতে চাননি। তাঁরা জাপান সরকারের নির্ধারিত কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ করার পরেই ফিরবেন বলে জানান।
দেশে ফিরিয়ে আনা প্রত্যেককে ১৪ দিনের জন্য মানেসরের সেনা ক্যাম্পে আলাদা করে রাখা হবে ।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, ‘‘তিনটি বিমানে মোট ৭২৩ জন ভারতীয় ও ৪৩ জন বিদেশিকে চিন থেকে দেশে উদ্ধার করে আনা হল।’’
করোনার প্রকোপ থেকে খানিকটা রেহাই পেয়েছে চিন ।মৃত্যুর হার কিছুটা কমেছে ।
গত ২৪ ঘণ্টায় ২৯ জনের মৃত্যু হয়েছে চিনে। বিগত কয়েক সপ্তাহে যা সব চেয়ে কম । কিন্তু গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনার আতঙ্ক।
করোনার পরিত্রাতা ভারতীয় বায়ুসেনা,শঙ্কার মেঘ ঘনিয়েছে ইউরোপের উপর
ইতিমধ্যেই ব্রিটেনে ২’জনের দেহে নোভেল করোনাভাইরাস মিলেছে। এদের মধ্যে এক জন ইটালি ও অন্য জন স্পেন থেকে ফিরেছেন সদ্য।
ব্রিটেনে সংক্রামিতের সংখ্যা মোট ১৫ । ডেনমার্কেও করোনা সংক্রমণের খবর মিলেছে । এ ক্ষেত্রেও আক্রান্ত কিছু দিন আগে ইটালি থেকে ফিরেছেন।
আরও পড়ুন : চিনের সাময়িক মুক্তি হলেও বিপদের মুখে ৩ দেশ
সংক্রমণের হাত তেকে বাঁচতে মক্কায় তীর্থযাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব ।
অন্যদিকে,ইরানে মৃতের সংখ্যা ২৬। গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে । প্রকাশ্যে এসেছে ১০৬টি নতুন সংক্রমণের খবর ।
ইরানে মোট সংক্রমণের সংখ্যা ২৪৫। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ১২০০।
পরিস্থিতি সামাল দিতে না পারার অভিযোগে প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে দক্ষিণ কোরিয়ার জনসাধারণ।