রাজ্যের দুই কোভিড হাসপাতালের পরিস্থিতি দেখতে আসছে ICMR- র দল

দ্য কোয়ারি ডেস্ক: রাজ্যের দুই কোভিড হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে আইসিএমআরের একটি দল।

সূত্রের খবর, উত্তর ২৪ পরগণা জেলার সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবং বেসরকারী মেডিক্যাল কলেজ পরিদর্শন করতে অয়ারেন আইসিএমআরের প্রতিনিধিরা। তালিকায় থাকতে পারে মেডিক্যাল কলেজের নামও।

রাজ্যের দুই কোভিড হাসপাতালের বিরুদ্ধে লাগাতার অভিযোগ জমা পড়েছে দিল্লিতে। তারপরই তৎপর হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ।

শুক্রবার কলকাতায় আসার পর শনি ও রবিবার পরিস্থিতি খতিয়ে দেখে ফের সোমবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে আইসিএমআরের টিম। এমনটাই সূত্রের খবর। সেখানে গিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে রিপোর্ট জমা দেবেন তারা।

এর আগে দু’বার রাজ্যের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে আইসিএমআরের তরফে প্রতিনিধি দল পাঠানো হয়। এই নিয়ে তৃতীয়বার।

কিছুদিন আগেই চিকিৎসা সঠিক পরিকাঠামো অভাবের কথা তুলে ধরে বিক্ষোভ দেখান সাগরদত্ত মেডিক্যাল কলেজের নার্সরা।

অভিযোগ, নার্সদের সংখ্যা কম থাকার কারণে একজন নার্সকে ১০ থেকে ১৮ ঘন্টা পিপিই পড়ে চিকিৎসা করতে হচ্ছে। এর ফলে অসুস্থ হচ্ছেন নার্সদের অনেকেই।

এরপরেই হাসপাতালের সুপারকে সরিয়ে দেয় রাজ্যের স্বাস্থ্য দফতর। অভিযোগ আসে রোগী তরফেও।

এরপরেই কার্যত নড়েচড়ে বসে আইসিএমআর। প্রতিনিধি পাঠিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে চায় তারা।

সম্পর্কিত পোস্ট