করোনা নিয়ন্ত্রণে থাকলে এপ্রিলেই উচ্চ মাধ্যমিক, প্রস্তুত খসড়া রুটিন

দ্য কোয়ারি ডেস্ক:  করোনা আবহেই আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী এপ্রিল মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার জন্য রাজ্য সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে। সম্ভাব্য একটি খসড়া রুটিনও তৈরি করেছে সংসদ। যা নবান্নে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

চলতি শিক্ষা বর্ষে উচ্চ মাধ্যমিকের সিলেবাস ৩৫ শতাংশ পর্যন্ত কমানোর কথা ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ঘোষণা মত পুজোর পরে স্কুল খোলা গেলে সিলেবাস শেষ করে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া যাবে বলে শিক্ষা কর্তারা আশাবাদী।

কিন্তু শেষ পর্যন্ত সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপরে। সিলেবাস শেষ করার জন্য কয়েক মাস স্কুল খোলা থাকতে হবে।

এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রশাসনিক সর্বোচ্চ স্তর থেকেই।তাই রুটিন তৈরি হলেও এখনই এ নিয়ে পরবর্তী কোনও ভাবনা চিন্তা বা পদক্ষেপ গ্রহণের অবকাশ নেই বলে শিক্ষা সূত্রের খবর।

সম্পর্কিত পোস্ট