মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দলনের হুঁশিয়ারী ভি আর পি সংগঠনের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সারাবাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের রাজ্য কনভেনশন কে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেল বারাসাতের আমডাঙা ভিআরপি সংগঠনের সাংগঠনিক অনুষ্ঠান ও রাজ্য আন্দোলনের প্রস্তুতিপর্ব।

মুখ্যমন্ত্রীর দেওয়া পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতে ও ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা রাজ্যব্যাপী আন্দোলন সংগঠিত করার লক্ষ্যে এ সমাবেশ বলে জানা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিআরপি সংগঠনের রাজ্য সভাপতি মিজানুর রহমান। উত্তর 24 পরগনা জেলা সংগঠনের সহ-সম্পাদক কৌশিক মন্ডল । আমডাঙা ব্লক কমিটির তুহীন ঘোষ,নবনীতা দাস, আজহারউদ্দিন সহ বিভিন্ন পঞ্চায়েতের ৬০ জন ভিআরপি কর্মী।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-corona-patient-moved-from-kolkata-to-chennai-using-an-air-pod/

সংগঠনের রাজ্য সভাপতির দাবি তারা দীর্ঘদিন ধরে সরকারের কাছে অবহেলিত রাজ্যে ডেঙ্গু রোধে ভিআরপিরা কাজ করলেও অজ্ঞাত কারণে নাম নেওয়া হচ্ছে অন্য কারোর। মাত্র সাড়ে তিন হাজার টাকা সম্মানিক নিয়ে করোনার আবহে বিনা প্রটেকশনে সারা রাজ্যে ডেঙ্গু প্রতিরোধ সহ কোভিড ১৯ কাজ করে চলেছে এই সমস্ত সম্পদ কর্মীরা।

পাশাপাশি তারা আরও ১০ থেকে ১২ টা সরকারী প্রকল্পে কাজ করেন। সরকারি কর্মচারী স্বীকৃতি ১৫ হাজার টাকা মাসিক বেতন স্বাস্থ্যসাথী সহ সচিত্র পরিচয় পত্র আদায় ও মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ না হলে আগামী ১৩ তারিখ মুর্শিদাবাদের লালবাগে ভিআরপি রাজ্য মিটিং ও সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যব্যাপী ভি আর পি রা আন্দোলনের পথে নামবে বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট