চোর না ধরলে টাকা পাবে না বাংলা!

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ‘চোর ধরো, পয়সা তোলো’! বাংলা সম্পর্কে কার্যত এমন‌ই অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার। দুর্নীতির অভিযোগে রাজ্যে চলা যেসব কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে গিয়েছে, একমাত্র অভিযুক্তদের ধরলে ও সেই টাকা উদ্ধার করলে তবেই আবার কেন্দ্র বকেয়া অর্থ পাঠাবে! এমনটাই দিল্লির তরফ থেকে নবান্নকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

একশো দিনের কাজ প্রকল্প ও গ্রামীণ আবাস যোজনা নিয়ে বাংলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সবচেয়ে বেশি। এই নিয়ে রাজ্যের বিজেপি নেতারা বারবার সরব হয়েছেন। চিঠি লিখেছেন কেন্দ্রীয় সরকারকে‌। পরিস্থিতি খতিয়ে দেখতেই রাজ্যে এসেছিল কেন্দ্রীয় দল। তাদের রিপোর্ট পাওয়ার পর‌ই যাবতীয় প্রকল্পের অর্থ আসা বন্ধ হয়ে যায়।

বাংলা হারিয়ে হিমাঞ্চল কব্জা করতে চায় বিজেপি

শুধু ১০০ দিনের কাজেই রাজ্যের প্রাপ্য বকেয়া আছে ৬ হাজার কোটি টাকা। কিন্তু পঞ্চায়েতের যেসব কর্মী এই দুর্নীতির অংশ হয়েছিলেন তাঁদের শাস্তি না দেওয়া পর্যন্ত টাকা আসবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। আর কয়েক মাস পর‌ই পঞ্চায়েত নির্বাচন।

তার আগে পরিকল্পনা করেই কেন্দ্রীয় প্রকল্পের অর্থ আটকে দিতে চাইছে গেরুয়া শিবির। রাজ্য সরকারের উপর চাপ আর‌ও বাড়িয়ে ভোটে ফায়দা তুলতে চাইছে বলে তৃণমূলের অভিযোগ। তবে এটাও ঠিক, বাংলার নিচুতলায় উন্নয়নের নামে কার্যত পুকুর চুরি হয়েছে।

সম্পর্কিত পোস্ট