তৃণমূল চাইলে বাংলায় জোটের জন্য তৈরি মিমঃ জামিরুল হাসান

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃণমূল চাইলে আমরা তাঁদের সঙ্গে জোট করতে রাজি আছি। ভোটের আগে বার্তা দিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসিলিমিনের কনভেনর জামিরুল হাসান।

বিহারের নির্বাচনী ফলাফল দেখে পুর্ব ভারতে পা বাড়িয়েছে আসাদুদ্দিন ওয়েইসির দল। এই মুহূর্তে তাঁদের লক্ষ্য বাংলা। আগামী বছরের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে লড়াই করতে চান তাঁরা। কিন্তু ক্ষমতায় এলে কলম মিমের চলবে।

কারণ এতদিন ধরে বাংলার মানুষকে দেওয়া কোন প্রতিশ্রুতি পুরণ করতে পারেনি তৃণমূল। সাফ বার্তা দিলেন মিম নেতা। আর তৃণমূলের সঙ্গে জোট না হলে রাজ্যের প্রায় ২৪০ টি আসনে মিম প্রার্থী দেবে। স্পষ্ট করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসিলিমিনের কনভেনর জমিরুল হাসান।

তবে বিধানসভায় জোটের শরিক হিসাবে ত্বহা সিদ্দিকির দলকে পাবেন বলে জানিয়ে দিলেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, পশ্চিমবঙ্গের নির্বাচনী ময়দানে মিম আসলে তৃণমূলের ভোট কাটতে শুরু করবে তাঁরা।

অনেকে আবার বিজেপি ‘বি’ টিম বলেও মনে করছেন মিমকে। এই প্রসঙ্গে জামিরুল হাসান বলেন, যে কোনও ফুটবল দলের ‘এ’ টিম এবং ‘বি’ টিম থাকে। ‘বি’ টিম দলের সদস্যরা তাঁদের পারদর্শিতার মাধ্যমে ‘এ’ টিমে জায়গা পায়। এই মুহুর্তে বাংলার রাজনীতিতে যা চলছে তাতে কে ‘এ’ টিম এবং কে ‘বি’ টিম তা বলার অবকাশ থাকে না। অর্থাৎ একেবারে নাম না করে বিজেপি এবং তৃণমূলের দিকে আঙুল তুললেন তিনি।

এই প্রসঙ্গে মিম নেতার বক্তব্য, আমরা বিহারে ৪ টি আসনে বিজেপিকে পরাজিত করেছি। আমরা কি করে ‘বি’ টিম হলাম? এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ৪০ শতাংশ মুসলিম মানুষের বসবাস রয়েছে। তাহলে কি করে তাঁরা সংখ্যালঘু হল?

তাঁর কথায়, সংখ্যালঘু শব্দটিকে ভোটব্যাঙ্ক হিসাবে ১০ বছর ধরে ব্যবহার করেছে এ রাজ্যের শাসক দল। রাজ্যে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার জন্য ১০ হাজার শিক্ষক নিয়োগের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সংখ্যা হাজার পার হয়নি।

তিনি বলেন, ১০ বছর ধরে রাজ্যে নতুন করে কোনও শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। প্রায় ৮৫ লক্ষ মানুষকে পেটের তাগিদে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হয়েছে। লকডাউনের সময় মানুষের পাশে থাকতে দেখা যায়নি শাসক দলকে। তার পরিবর্তে মিমের তরফে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যারা ভিন রাজ্যে রয়েছেন তাঁদেরকে পরিবার পিছু তিনি হাজার টাকা করে দেওয়া হয়েছে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/amit-shah-2-days-every-month-in-the-state-3-days-nadda-target-bengal-desperate-bjp/

ক্ষমতায় আসলে বৈদ্যুতিক বিল অর্ধেক, তেলের দাম লিটার পিছু ১০ থেকে ১৫ টাকা কম, প্রত্যেক জেলায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং প্রতিবছর ১০ লক্ষ চাকরীর কথাও স্পষ্ট করেন জামিরুল হাসান।

তিনি বলেন, মিম শুধুমাত্র সংখ্যালঘু দল নয়, ক্ষমতায় এলে মাথাপিছু পুরোহিত ভাতা ১২,৫০০ টাকা এবং মাথাপিছু ইমাম ভাতা ১২,৫০০ টাকা চালু করার পরিকল্পনা রয়েছে মিমের। পাশাপাশি চাকরীর ক্ষেত্রে জেলাভিত্তিক সুবিধা পাবেন অন্যান্য জাতির সদস্যরাও।

ইতিমধ্যেই ২১ এর বিধানসভার কথা মাথায় রেখে নির্বচনী ময়দানে নামতে চলেছে সমস্ত দল। পরীক্ষা নয় বরং কেন্দ্রের সফল পরিক্ষার্থীদের হাতে পশ্চিমবঙ্গের দায়িত্ব তুলে দিয়েছে বিজেপি।

অন্যদিকে বিধানসভার যৌথ রণনীতি স্থির করে ফেলছে বাম কংগ্রেস। সব মিলিয়ে এবারের নির্বাচনে নিজ রাজ্যেই ভোটের অঙ্ক মেলানো তৃণমূলের জন্য কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সম্পর্কিত পোস্ট