মেধা থাকলে তার স্ফূরণ ঘটবেই, যার বাস্তব উদাহারণ অস্মিতা সরকার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মেধা কখনো কোন কিছুকে দমিয়ে রাখতে পারে না। মেধা থাকলে তার স্ফূরণ ঘটবেই। যার বাস্তব উদাহারণ অস্মিতা সরকার। এবারে অক্সফোর্ডে বিশ্ববিদ্যালয়ে রিসার্চ মাস্টার্সে গবেষণার সুযোগ পেল মালদার অস্মিতা। হিস্ট্রি অফ সাইন্স মেডিসিন এন্ড টেকনোলজির উপর রিসার্চ’ মাস্টার্সের জন্য তিনটি সিট রয়েছে অক্সফোর্ডে। বিশ্বের বহু দেশের পড়ুয়ারা সেখানে ভর্তির জন্য নিজেদের প্রস্তাব পাঠান। ওই তিনটি আসনের মধ্যে একটিতে সুযোগ পেয়েছেন মালদার অস্মিতা।

মালদার ইংরেজবাজার শহরের বুড়াবুড়ি তলায় বাড়ি অস্মিতার। বাবা অসীম কুমার সরকার গৌড় মহাবিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ। মা মিতালী মিশ্র সরকার চিন্তামণি উচ্চ বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষিকা। তাদের একমাত্র সন্তান অস্মিতা। মেয়ের এই সাফল্যের খুশি পরিবার-পরিজনরা।

দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে এই বছরই স্নাতক সম্পন্ন হয় অস্মিতার। তারপরই জানুয়ারি মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার বিষয়ে আবেদন করে। এপ্রিল মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পড়াশোনার করার বিষয়ে সুযোগ দেওয়া হয়। এই বছরের সেপ্টেম্বর মাসে রিসার্চ মাস্টার্সের জন্য ইংল্যান্ডে পাড়ি দিচ্ছে অস্মিতা।

অস্মিতার মা মিতালী মিশ্র সরকার জানান ছোট থেকেই মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত অস্মিতা । মালদা শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে পড়াশোনা শুরু ।২০১৬  সালে মাধ্যমিকে আইএসসি বোর্ডে মালদা জেলায় দ্বিতীয় স্থান অধিকার করে ছিলেন। তারপর কলকাতার একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে আইএসসি বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেশের দ্বিতীয় স্থান অধিকার করে ছিলেন।

ভ্যাকসিন নিয়ে উত্তেজনা উত্তরপাড়ায়, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশবাহিনী

উচ্চমাধ্যমিকের পর দিল্লির সেন্ট স্টিফেন কলেজে ভর্তি করা হয়। সেখানে ইতিহাস নিয়ে হিস্ট্রি অফ সাইন্স মেডিসিন এন্ড টেকনোলজি বিষয় নিয়ে পড়াশোনা শুরু করে। বিষয়টির উপর গবেষণার ইচ্ছা প্রকাশ করে একটি প্রস্তাব অক্সফোর্ডে পাঠান অস্মিতা। তার প্রস্তাব গ্রহণ করে  অক্সফোর্ড।

ইতিহাস বিভাগে ভর্তির প্রক্রিয়া প্রায় শেষ । এই বছরের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডে যাবে তার মেয়ে।  অস্মিতার কথায় ছোট থেকেই ইচ্ছে ছিল অক্সফোর্ডে পড়াশোনা করার। আমার ইচ্ছে প্রায়ই পুরণ হতে চলেছে। আমি খুব বেশি যে রিসার্চ’ মাস্টার্স করার সুযোগ সেখানে পেয়েছি।

সম্পর্কিত পোস্ট