আরটিপিসিআর টেস্ট না করলে গঙ্গাসাগরে প্রবেশ করতে দেওয়া হবে নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাবুঘাটে গঙ্গাসাগর মেলার স্থল খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আউট্রাম ঘাটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন,

  • গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য রাজ্য সরকার বিমার ব্যবস্থা করেছে।
  • এখন যা পরিস্থিতি, সবাইকে নিজেদেরই সুস্থ রাখতে হবে।
  • কেউ এমন কিছু করবেন না, যাতে পরিস্থিতি খারাপ হয়ে যায়। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে, তা মেনে চলতে হবে।
  • সংক্রমণ যা বাড়ছে তাতে এখন হই হুল্লোড় করার সময় এখন নয়।
  • গঙ্গাসাগরে ২০ লক্ষ পুণ্যার্থী আসে। বিহার, উত্তরপ্রদেশ থেকে আসেন অনেকেই ।
  • ওমিক্রন বাড়ছে তাই ডবল মাস্ক পরতে হবে।
  • সবাই প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন।
  • বেশি লোক পাঠানো যাবে না গঙ্গাসাগরে, আদালতের নির্দেশ আছে।
  • করোনাকালে জীবন দিয়ে কাজ করছে স্বাস্থ্য ও পুলিশ কর্মীরা।
  • আদালতের নির্দেশমত চলতে হবে, তাই সবাই দয়া করে মাস্ক পরুন।
  • সরকারি কর্মীরা জীবনের বাজি রেখে কাজ করছে।
  • আরটিপিসিআর টেস্ট না করলে গঙ্গাসাগরে প্রবেশ করতে দেওয়া হবে না

সম্পর্কিত পোস্ট