কোভিড বিধি ভেঙে রাতের শহরে আমজনতার বল্গাহীন উন্মাদনা, কড়া জরিমানার নির্দেশ সরকারের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে করোনা জনিত বিধি নিষেধ কিছুটা শিথিল করা হলেও রাতে বাইরে বেরনো এবং জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে পুরো মাত্রায়। তারই মধ্যে কলকাতা থেকে জেলায় কোভিড বিধি রাতে ভেঙে পানশালায় নৈশ পার্টির খবর সামনে আসায় নড়েচড়ে বসেছে প্রশাসন।

রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত সাধারণ মানুষের গতিবিধি নিয়ন্ত্রণে যে বিধি-নিষেধ চালু রয়েছে তাকে কড়া হাতে নিয়ন্ত্রণ করতে হবে বলে জানিয়ে শনিবার রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে।

NHRC -র রিপোর্টের কড়া জবাব দিতে প্রস্তুত রাজ্য সরকার

স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা এদিন নবান্ন থেকে সব জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিদের সঙ্গে ভার্চুয়ালি একটি পর্যালোচনা বৈঠক করেন। সেখানেই তিনি এই বিধি ভাঙলে অভিযুক্তকে মোটা অঙ্কের অর্থ জরিমানা করা ছাড়াও প্রয়োজনে বিপর্যয় ব্যবস্থাপনা আইন মেনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

ভিড়, জমায়েতের ক্ষেত্রে আরও নজরদারি বাড়িয়ে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা বিধি ভাঙলেই মোটা অঙ্কের জরিমানা করতে নাইট কার্ফুর কড়াকড়িতে নাকা চেকিং বাড়াতে বলা হয়েছে। করোনা মোকাবিলায় জেলা প্রশাসনকে আরও কড়াকড়ির জন্য নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র সচিব।

করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কমলেও তৃতীয় ঢেউ আসন্ন। এই পরিস্থিতিতে কোনোভাবেই বিধিনিষেধ শিথিল করতে চাইছেনা রাজ্য সরকার। কোভিড বিধির তোয়াক্কা না করে পর্যটকদের লাগামহীন ভ্রমণ এবং রাত নামলেই একশ্রেণীর মানুষের চূড়ান্ত উন্মাদনার মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

নির্দেশিকা প্রথম থেকেই জারি করেছিল রাজ্য সরকার। যত দিন যাচ্ছে ততই সেই সব বিষয় আমজনতার উদাসীনতা প্রকট হয়ে উঠছে। তাতেই কড়া পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। কোভিড বিধি একটু আলগা হতেই রাতের শহর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রশাসনের।

সম্পর্কিত পোস্ট