করোনার চোখ রাঙানিকে উপেক্ষা করেই অতিথি সৎকার, ফল ভুগছে আমজনতা !
শুভজিৎ চক্রবর্তীঃ চিনের উহান প্রদেশে মৃত্যু মিছিল চলছিল। শুধুমাত্র চিন নয়, ইরান সহ ইউরোপের একাধিক দেশে থাবা বসিয়েছিল করোনা। এরই মধ্যে প্রথমবার ভারত সফরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব এবং ট্রাম্প সফরকে ঐতিহাসিক করে তুলতে চলছিল জোর কদমে প্রস্তুতি। যেখানে ব্যয় হয় প্রায় ১২০ কোটি টাকা।
যার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের ৩ ঘন্টার আমেদাবাদ সফরের জন্য খরচ হয় প্রায় ৮৫ কোটি টাকা। এমনটাই রয়টার্স সূত্রের খবর। যা গুজরাটের বাজেটের ১.৫ শতাংশ।
আরও পড়ুনঃ “আমিও মোমবাতি জ্বালাবো…”
আমেদাবাদ মিউনিসিপাল কমিশনার জানিয়েছিলেন বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে খরচ হয় প্রায় ৩০ কোটি টাকা। ট্রাম্পের সিকিউরিটি পার্সোনালদের দু’দিনের সফরে ব্যয় হয় ১২-১৫ কোটি টাকা।প্রায় ৭ থেকে ১০ কোটি টাকা খরচ হয়েছিল মোতেরা স্টেডিয়ামে দর্শকাসনে থাকা ১ লক্ষ মানু্ষের আয়োজনের জন্য।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যয় হয় ৪ কোটি টাকা। এরপরেও সর্দার বল্লবভাই প্যাটেল স্টেডিয়াম থেকে মোতেরা স্টেডিয়াম অবধি নতুন রাস্তা নির্মাণ এবং বস্তি ঢাকতে পাঁচিল নির্মাণ করতে আলাদা করে টাকা খরচ হয়।
উভয় দেশের রাষ্ট্রনায়কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
&
Friendship isn’t about retaliation. India must help all nations in their hour of need but lifesaving medicines should be made available to Indians in ample quantities first.
— Rahul Gandhi (@RahulGandhi) April 7, 2020
;
উল্লেখিত হিসেব দেওয়ার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিমাণ অর্থ কোভিড-১৯ মোকাবিলায় ব্যবহার করছে তার তুলনায় আমাদের দেশের বাজেট অনেক কম।
এমতবস্থায় কেন্দ্র ও রাজ্যে সরকারের কাছে আবেদন ভয়াল করোনা মোকাবিলা করতে গিয়ে আমাদের যাতে না কোনও অসুবিধায় পড়তে হয়। সর্বোপরি কোনও ব্যক্তিকে অভুক্ত অবস্থায় থাকতে না হয় সেদিকে যাতে সরকার নজর দেয়।