লকডাউন উপেক্ষা করেই জ্যোতিপ্রিয় মল্লিকের আরোগ্য কামনায় চলল পূজাপাঠ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা মোকাবিলায় আজ লকডাউন। তা উপেক্ষা করে হাবড়ার তৃণমূল কর্মীরা জমায়েত হয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দ্রুত আরোগ্য কামনা করে পূজা অর্চনায় ব্রতী হয়েছিলেন। লকডাউনের দিন শাসকদলের অনুগামীদের এই দ্বায়িত্বজ্ঞানহীন আচরণে রীতিমত প্রশ্ন তুলতে শুরু করেছেব বিরোধীরা।
করোনার প্রকোপ বাড়ছে বই কমছে না। কলকাতায় করোনা হ্রাস টানা গেলেও ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তর ২৪ পরগণায়। সাধারণ মানুষ থেকে নেতা মন্ত্রী। করোনার থাবা থেকে বাদ যাচ্ছেন না কেউই।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-new-education-policy-is-undermining-the-power-of-the-state-higher-education-is-being-commercialized-perth-chatterjee/
প্রসঙ্গত, শনিবারই রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর মৃদু উপসর্গ রয়েছে বলে রাজনৈতিক মহল সূত্রে জানা যাচ্ছে। যদিও ঝুঁকি নিতে নারাজ তাঁর পরিবার। তাই বাইপাসের ধারে একটি বেসরকারী হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, জ্যোতিপ্রিয় বাবুর অবস্থা এখন স্থিতিশীল।
এদিন হাবড়ার তৃণমূল কর্মীরা লকডাউনের মধ্যে তাঁর আরোগ্য কামনায় একজোট হয়ে করলেন পূজাপাঠ ও হোম যজ্ঞ। দেখা গেল পুরোহিতের মুখে মাস্ক নেই। একজোট হওয়া তৃণমূল কর্মীদের সামাজিক দূরত্ববিধি মানার লক্ষণ নেই। শাস্ত্রবিধি মেনে ও স্বাস্থ্যবিধি ভেঙে দীর্ঘসময় ধরে সোমবার হাবড়ায় চলল পূজাপাঠ।