Naxal Attack In Gaya: বিহারের গয়ায় মাওবাদী হামলা, ৪ গ্রামবাসীকে তুলে নিয়ে গিয়ে খুন করে গাছে ঝুলিয়ে দিল মাওবাদীরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিহারের (Bihar) গয়ায় মাওবাদী হামলা। পুলিশের চর সন্দেহে ৪ গ্রামবাসীকে তুলে নিয়ে গিয়ে খুন করে গাছে ঝুলিয়ে দিল মাওবাদীরা (Maoists)। এর পাশাপাশি, গয়ার চক্রবান্ধা থানা এলাকার মানুয়ার গ্রামে ডিনামাইট দিয়ে দুটি বাড়ি উড়িয়ে দেয় মাওবাদীরা। মাসকয়েক আগে এই এলাকাতেই পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় চার মাওবাদীর।
বিহারে ফের বড়সড় ঘটনা ঘটিয়েছে নকশালরা। নকশালরা ডুমারিয়ার মনবর জঙ্গলের বাসিন্দা সর্যু সিং ভোক্তার বাড়িতে ঢুকে তার দুই ছেলে ও দুই পুত্রবধূকে হত্যা করে ঝুলিয়ে দেয়। বলা হচ্ছে, নকশালরা প্রতিশোধ নিতেই এই ঘটনা ঘটিয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
এই ঘটনার তদন্ত চলছে। তবে এমন তথ্যও বেরিয়ে আসছে যে এর আগে পুলিশ ও নকশালদের মধ্যে সংঘর্ষের ঘটনারই প্রতিশোধ নেওয়া হয়েছে। উল্লেখ্য, ডুমারিয়ায় সিআরপিএফ এবং নকশালদের মধ্যে এনকাউন্টারে চার নকশাল নিহত হয়েছে। উভয় পক্ষ থেকে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করা হয়।
সরকারি সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে, নকশাল এবং পুলিশের মধ্যে এনকাউন্টারে যে চারজন নকশাল নিহত হয়েছিল, তাদের মধ্যে একজন জোনাল কমান্ডার এবং তিনজন সাব-জোনাল কমান্ডার ছিলেন।
বলা হচ্ছে, নকশালরা সেই সময় পুলিশের সঙ্গে এনকাউন্টারের জন্য এই পরিবারকেই দায়ী করেছিল। নকশালদের সন্দেহ এই পরিবার থেকেই নকশালদের সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল। আজ এই ঘটনা প্রতিশোধের হিসেবেও দেখছেন তদন্তকারী অফিসাররা।