এলাকায় বেআইনি মদের ঠেক, নির্বিকার প্রশাসন- প্রতিবাদে ত্রিশূল ও তীর ধনুক হাতে আদিবাসী সম্প্রদায়

দ্য কোয়ারি ওয়েবেডস্কঃ বসিরহাট মহাকুমা বসিরহাট থানা টাউন হল থেকে ইছামতি ব্রীজের পুলিশ সুপার অফিস পর্যন্ত প্রায় দুই কিলোমিটার মিছিল করল আদিবাসী তপশিলি জাতি উন্নয়ন সমিতি। এদিন ত্রিশূল, তীর-ধনুক, ধামসা-মাদল নিয়ে কয়েকশো আদিবাসী মহিলা-পুরুষের মিছিলে শামিল হন।

তাদের দাবি আদিবাসী অধ্যুষিত অঞ্চল হিঙ্গলগঞ্জ, সন্দেশখালিতে বেআইনিভাবে মদের ঠেক চলছে। যার ফলে আদিবাসী সমাজের মানুষ মদ খেয়ে তাদের স্ত্রী সহ পরিবারের উপরে মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছে। এই বিষয়ে পুলিশকে জানানো হলেও তারা একপ্রকার নির্বিকার।

বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ার ফলে আজ তারা বিক্ষোভ মিছিল করতে বাধ্য হন বলে জানান আদিবাসী নেতা সুকুমার সরদার। তিনি বলেন, মূলত ত্রিশূল নিয়ে করার মূল উদ্দেশ্য যাতে এলাকার সমাজবিরোধীরা তাদের উপর হামলা চালাতে না পারে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/murshidabad-youths-join-militancy-nabanna-angry-over-governor-dgs-summons/

পাশাপাশি তিনি জানান, আদিবাসী সমাজে সব রকম সুযোগ-সুবিধা সংরক্ষণ দিতে হবে। এটা ২০১৮ সালে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার কেসবরী রাজকুমারকে, লিখিতভাবে জানিয়েছিলেন বলেো জানান তারা। এবিষয়ে এদিন তারা নতুন পুলিশ সুপার কংকর প্রসাদ বাডূই কাছে লিখিত দেন।

তাদের দাবি, আদিবাসী সমাজ যাতে সুরক্ষিত থাকে ও নিরাপত্তা যাতে ঠিক পায় তাই এলাকায় মদের ঠেক উচ্ছেদ ও সমাজ বিরোধীদের কার্যকলাপ যাতে না হয় তার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে প্রশাসনকে। না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারীও দেন।

সম্পর্কিত পোস্ট