প্রভাব শুরু আম্ফানের, উপকূলবর্তী জেলাগুলিতে শুরু বিক্ষিপ্ত বৃষ্টি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সুপার সাইক্লোন আম্ফান ওড়িশার পারাদ্বীপের ৪৮০ কিলোমিটার দক্ষিণ, দীঘার ৬৩০ কিলোমিটার দক্ষিন-দক্ষিন পশ্চিমে অবস্থান করছে।

সেটি ঘন্টায় ১৫ কিলোমিটার গতিবেগে উত্তর-উত্তর পূর্ব মুখে স্থলভাগের দিকে এগিয়ে যাচ্ছে। আগামীকাল, বুধবার দুপুরের পর সেটি ঘন্টায় ১৮৫ কিলোমিটার বেগে দীঘা ও বাংলাদেশের হাতিয়ারা দ্বীপের মধ্যে আছড়ে পড়বে।

আম্ফানের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে ইতোমধ্যেই কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী ও কলকাতায় অতিভারি বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। ২০ তারিখে সর্বাধিক ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে।

আজ রাত থেকেই উপকূলবর্তী এলাকায় ৫৫-৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে, সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে গতিবেগ। আগামীকাল সকাল থেকে, দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতা-তে বাতাসের বেগ ১১০ থেকে ১৩০ কিলোমিটারে পৌঁছবে।

ঝড়টি ল্যান্ডফল করার মুহুর্তে দুই ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে বাতাসের বেগ ঘন্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার হতে পারে। রাজ্যের বাকি জেলাগুলিতে ৪৫-৬৫ কিলোমিটার বেগে ঝড় বইবে দুপুরের পর থেকে।

কংগ্রেসের উদ্যোগে ১২৫ জন পরিযায়ী শ্রমিক ফিরলেন ঘরে…

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ফোনে আলোচনা করেন। তিনি রাজ্য সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ও ওডিশা- এই দুই রাজ্যে ১০টি দলকে পাঠিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী । এ রাজ্যে ৭টি ও ওডিশায় ১০টি দল পাঠিয়েছে NDRF।

ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে রাজ্য সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে দলের জাতীয় সম্পাদক রাহুল সিনহা বলেছেন ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় দলের তরফে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

এই নম্বরটি হলো ৯৭২৭২৯৪২৯৪। দলের রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন, দলের রাজ্য দপ্তরে এই নম্বরে যে কেউ ফোন করে যেকোনো তথ্য এবং অভিযোগ জানাতে পারবেন।

রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে মানুষকে সতর্ক এবং সহায়তা করতে দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট