Imran Khan : ইমরানও মেয়াদ পূর্ণ করতে পারলেন না, মধ্যরাতেই ইসলামাবাদ ত্যাগ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একইসঙ্গে পথ চলা শুরু হয়েছিল দুই দেশের। একজনকে গণতন্ত্রের পীঠস্থান মনে করা হয়। সেখানে ভারতের (India) ভ্রাতৃসম পাকিস্তানে (Pakistan) গণতন্ত্রের সদ্য অঙ্কুরোদগম হয়েছে বলা চলে! সে দেশের পরিস্থিতি স্বাধীনতার সাত দশক পরেও এই কথা বলতে বাধ্য করছে। তবে শনিবার মধ্যরাতের নাটকের পর গণতন্ত্রের পথে একটু হলেও এগুলো পাকিস্তান।
শেষ উদাহরণ ইমরান খানকে (Imran Khan) ধরে আজও পর্যন্ত সে দেশের কোনও প্রধানমন্ত্রী পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। তবু গণতন্ত্রের পথে কিছুটা হলেও এগুলো পাকিস্তান।
Imran Khan
পাকিস্তানের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী থেকেছেন নওয়াজ শরিফ (Nawaj Sharif)। তিনি দু’দফায় চার বছর করে মোট আট বছরের বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু কোনও বারই পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। সেই দলে নাম লেখালেন ইমরান খানও। প্রায় সাড়ে চার বছর প্রধানমন্ত্রীর কুর্সিতে থাকলেও তিনিও পাঁচ বছরের পূর্ণ মেয়াদ পূরণ করতে পারলেন না।
Kona Expressway : যানজট সমস্যার সমাধানে নয়া পরিকল্পনা
তবে নওয়াজ শরিফ, জুলফিকার আলি ভুট্টো, বেনজির ভুট্টো, চৌধুরী সুজাত হুসেনদের হয় আদালতের রায়ে, না হলে সামরিক বাহিনীর অভ্যুত্থানের জেরে প্রধানমন্ত্রীর গদি ছাড়তে হয়েছিল। সেখানে এই প্রথম গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সংসদের আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর কুর্সি ছাড়লেন ইমরান( Imran Khan ) খান।
পাক রাজনীতির ‘ক্যাপ্টেন’ ইমরান ( Imran Khan ) হেরে গেলেও দেশকে গণতন্ত্রের পথে কয়েক পা এগিয়ে দিলেন। পাশাপাশি ইমরানের আরেক সাফল্য হল, তাঁর আমলে সেনাবাহিনী প্রকাশ্যে সরকারকে নিয়ন্ত্রণের চেষ্টা করেনি। তারা হয়তো নেপথ্যে থেকে কলকাঠি নেড়েছে। এটাও এক সাফল্য।